ধর্মনিরপেক্ষ নয়, হিন্দুরাষ্ট্রের দাবিতে সরব নেপালের মুসলিমরা

Nov 02, 2018, 23:04 PM IST
1/7

হিন্দুরাষ্ট্রের দাবি

hindu_7

ভারতে বিজেপি শাসনে দেশের ধর্মনিরপেক্ষতা শঙ্কায় পড়ছে বলে অভিযোগ করছেন বিরোধী নেতানেত্রীরা। ঠিক উলটো ছবি নেপালে। সেখানে দাবি উঠেছে, 'হিন্দুরাষ্ট্র লাও, নেপাল বাঁচাও'।

2/7

হিন্দুরাষ্ট্রের দাবি

hindu_6

পড়শি নেপাল ধর্মনিরপেক্ষতার পরিবর্তে পুনরায় হিন্দু রাষ্ট্রে পরিণত করার দাবি তুলেছেন মুসলিমরা। 

3/7

হিন্দুরাষ্ট্রের দাবি

hindu_5

২০০৮ সালে রাজতন্ত্র পতনের পর এখনও সংবিধান তৈরির কাজ সেরে উঠতে পারেনি নেপাল। সংবিধানের প্রস্তাবনায় 'ধর্মনিরপেক্ষ' দেশ রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। ইতিমধ্যেই এনিয়ে বিরোধিতা করেছে নেপালের হিন্দু সংগঠনগুলি। এবার মুসলিম নেতারাও ধর্মনিরপেক্ষতার বিরোধিতায় সরব হলেন। 

4/7

হিন্দুরাষ্ট্রের দাবি

hindu_4

মুসলিম নেতাদের দাবি, ধর্মনিরপেক্ষ দেশের চেয়ে হিন্দু রাষ্ট্রে বেশি নিরাপদ থাকবেন তাঁরা। 

5/7

হিন্দুরাষ্ট্রের দাবি

hindu_3

হিন্দু রাষ্ট্রের দাবি তুলেছেন আমজাদ আলি। তাঁর কথায়, ''আমার ধর্ম ইসলামকে রক্ষা করতে চাই। এজন্যই হিন্দু রাষ্ট্র দরকার''।

6/7

হিন্দুরাষ্ট্রের দাবি

hindu_2

রাষ্ট্রবাদী মুসলিম মঞ্চ নেপালগঞ্জের নেতা বাবু পাঠানের কথায়,''ধর্মনিরপেক্ষ নেপালের বিরোধী নেপালি মুসলিমরা। এতে হিন্দু-মুসলিমদের মধ্যে বিভাজন তৈরি হতে পারে। আমরা দীর্ঘদিন একসঙ্গে মিলেমিশে থাকছি এখানে''।  

7/7

হিন্দুরাষ্ট্রের দাবি

hindu_1

গৃহযুদ্ধের পর নেপালের হিন্দু রাজতন্ত্রের পতন ঘটে ২০০৮ সালে। তারপর থেকে তারা ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক দেশ হিসেবে পরিচিতি লাভ করে। কিন্তু একদশক কাটতে চললেও সংবিধান তৈরি করে উঠতে পারেননি নেপালের রাজনীতিবিদরা।