1/5
2/5
photos
TRENDING NOW
3/5
৮ মে লিপুলেখ গিরিপথ থেকে কৈলাস মানস সরোবরে যাওয়ার পথ সুগম করতে নতুন ৮০ কিলোমিটার দীর্ঘ রাস্তার উদ্বোধন করেছিলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তার পরই নেপাল দাবি করে, লিপুলেখ, কালাপানি ও লিম্পিয়াধুরা তাদের ভূখণ্ড। ভারত সেখানে অবৈধভাবে রাস্তা ও ব্রিজ তৈরি করেছে। নেপালের এই দাবি নস্যাত্ করে নয়াদিল্লি। কিন্তু তার পরও নেপাল নতুন মানচিত্রে এই তিনটি জায়গা অন্তর্ভুক্ত করে নেয়।
4/5
5/5
photos