লোকসভা ভোটে একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না এনডিএ, আভাস সমীক্ষার

Jan 24, 2019, 21:22 PM IST
1/7

তিনশোর বেশি আসন নিয়ে নরেন্দ্র মোদী ক্ষমতায় ফিরবেন বলে দাবি করছে বিজেপি। দলের সভাপতি অমিত শাহের মুখেও শোনা গিয়েছে একই কথা। কিন্তু এখনই ভোট হলে ম্যাজিক সংখ্যাও পার হতে পারছে না এনডিএ। সমীক্ষায় এমনটাই আভাস দিল ইন্ডিয়া টুডে-কার্ভি ইনসাইট মুড অব দ্য নেশন পোল। 

2/7

দিল্লির তখতে বসতে গেলে প্রয়োজন ২৭২টি আসন। ২০১৪ সালে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল বিজেপি। ইন্ডিয়া টুডে-কার্ভি ইনসাইটের সমীক্ষার আভাস, ২০১৯ সালে সংখ্যাগরিষ্ঠতার অনেক আগেই থেমে যাচ্ছে এনডিএ। 

3/7

গতবারের চেয়ে ১০৬টি আসন বাড়িয়ে ইউপিএ পেতে চলেছে ১৬৬টি আসন। অবিজেপি-অকংগ্রেসি জোটের বাইরে থাকা দলগুলি পেতে পারে ১৪০টি আসন। 

4/7

সমীক্ষার আভাস, এনডিএ জোট পেতে পারে ২৩৭টি আসন। গতবারের চেয়ে ৯৯টি আসন কম। 

5/7

বলে রাখি, উত্তরপ্রদেশে সপা-বসপা জোটের জেরেই আসন সংখ্যা কমছে এনডিএ-র। সে রাজ্যে বিজেপি মাত্র ৫টি আসন পাবে বলে মত সমীক্ষার।   

6/7

তবে এনডিএ-র একটাই স্বস্তি, তাদের ভোটের হার বাড়ছে। ৩৫ শতাংশ ভোট পেতে চলেছে এনডিএ। অন্যদিকে ইউপিএ জোটের ঝুলিতে যেতে চলেছে ৩৩ শতাংশ ভোট। 

7/7

ইউপিএ জোট-কংগ্রেস, ডিএমকে, ন্যাশনাল কনফারেন্স, জেএমএম, কেরল কংগ্রেস, আইইউএমএল, এনসিপি, আরজেডি, আরএলডি, টিডিপি।।। এনডিএ জোট- বিজেপি, অল ইন্ডিয়া রঙ্গস্বামী কংগ্রেস, আপনা দল, বোডো পিপলস ফ্রন্ট, ডিএমডিকে, জেডিইউ, এলজেপি, নাগা পিপলস ফ্রন্ট, পিএমকে, ন্যাশনাল পিপলস পার্টি, আরপিআই, এসএডি, সিকিম ডেমোক্রেটিক ফ্রন্ট, শিবসেনা।।। অন্যান্য- আপ, অগপ, এআইএমআইএম, এআইএডিএমকে, তৃণমূল, এআইইউডিএফ, সিপিআই, সিপিএম, ফরওয়ার্ড ব্লক, আইএনএলডি, পিডিপি. কেরল কংগ্রেস (জোসেফ), এমএনএস, এনএলপি, আরএসপি, টিআরএস,টিআরএস, ওয়াইআরএস কংগ্রেস, নির্দল এবং উত্তরপ্রদেশের সপা-বসপা ও আরএলডি।