National Handloom Day: ঢাকাই থেকে বালুচরী, তাঁত,হ্যান্ডলুম সবরকমের শাড়িতেই সুন্দর ভারতীয় নারীরা

Aug 07, 2021, 15:04 PM IST
1/4

বাংলার শান্তিপুর এবং ফুলিয়ার তাঁতের শাড়ি সুপ্রসিদ্ধ হলেও দুটি শাড়ির মধ্যে কিছু সূক্ষ্ম পার্থক্য দেখা যায়

Although the sari of Shantipur and Phulia weavers of Bengal is well known, there are some subtle differences between the two sari

শাড়ি দীর্ঘ বা মধ্যম উচ্চতার, সমস্ত বয়সের মেয়েকেই প্রিয়দর্শিনী করে তোলে। শাড়ি দীর্ঘ বা মধ্যম উচ্চতার, সমস্ত বয়সের মেয়েকেই প্রিয়দর্শিনী করে তোলে। সেটা হলো এর সহজ প্রীতিময়তা। নদিয়া জেলায় তাঁত শিল্পের কথা বললেই প্রথমেই যে দুটি জায়গার নাম উঠে আসে, সেটি হল শান্তিপুর এবং ফুলিয়ার তাঁত। বাংলার শান্তিপুর এবং ফুলিয়ার তাঁতের শাড়ি সুপ্রসিদ্ধ হলেও দুটি শাড়ির মধ্যে কিছু সূক্ষ্ম পার্থক্য দেখা যায়।

2/4

টাঙ্গাইল তাঁতশিল্প এর একক বৈশিষ্টর জন্য বিশ্বজুড়ে সমাদ্রিত

Tangail is revered all over the world for its unique features of weaving

টাঙ্গাইল তাঁতশিল্প এর একক বৈশিষ্টর জন্য বিশ্বজুড়ে সমাদ্রিত। ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে টাঙ্গাইল তাঁত শিল্পের ব্যাপ্তি প্রসারিত হয়।

3/4

বেগমপুরী শাড়িতে আধুনিক লাগে নারীদের

Women look modern in Begumpuri sarees

বেগমপুরী শাড়িতে আধুনিক লাগে নারীদের, শুধু বাঙালিই নয় সমগ্র ভারতের নারীরা এই শাড়ি পরে। 

4/4

সমস্ত মহিলাদের কাছেই প্রিয় পিওর সিল্ক শাড়ি

Favorite pure silk sari for all women

সিল্কের উপর সমস্ত নারীর আকর্ষণই রয়েছে, পিওর সিল্ক এমন একটা শাড়ি যা আধুনিক থেকে আগেকার সমস্ত মহিলাদের কাছেই প্রিয় এই শাড়ি। কথিত আছে, বাংলাদেশের পিওর সিল্ক বিখ্যাত।