Nandan: সত্যজিতের হাতে এই ২ সেপ্টেম্বরই দ্বারোদ্ঘাটন হয়েছিল 'নন্দন'-এর
|
Sep 02, 2021, 17:27 PM IST
1/5
চলচ্চিত্র-সচেতনতা বৃদ্ধি
১৯৮৫ সালের ২ সেপ্টেম্বর চলচ্চিত্রকার সত্যজিৎ রায় ভারতের অনন্য চলচ্চিত্রকেন্দ্র 'নন্দন' উদ্বোধন করেন। পশ্চিমবঙ্গের চলচ্চিত্র শিল্পের বিকাশ ও সাধারণ মানুষের মধ্যে চলচ্চিত্র-সচেতনতা বৃদ্ধির উদ্দ্যেশ্যেই এই প্রেক্ষাগৃহের ভাবনা।
2/5
এমব্লেম
নন্দনের অধুনা বহু-চর্চিত প্রতীকচিহ্নটি অঙ্কন করেছিলেন সত্যজিত্-ই।
photos
TRENDING NOW
3/5
নক্ষত্র সমাবেশ
সত্যজিত্ ছাড়াও সেদিন নন্দন-ভবনের উদ্বোধনে হাজির ছিলে তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতিবসু, নন্দন প্রতিষ্ঠার পিছনে যাঁর অবদান অনস্বীকার্য, ছিলেন মৃণাল সেন।
4/5
সাংস্কৃতিক পরিবেশ
নন্দন কোনও দিনই নিছক এক প্রেক্ষাগৃহ নয়। নন্দন একটা সাংস্কৃতিক পরিবেশ, বাঙালি সংস্কৃতির উদযাপনের ক্ষেত্রে কলকাতার অন্যতম প্রধান সংস্কৃতিকেন্দ্র নন্দন বরাবরই অনন্য।
5/5
রবীন্দ্রসদন সাংস্কৃতিক প্রাঙ্গণের অংশ
নন্দন ভবনটি আদতে রবীন্দ্রসদন সাংস্কৃতিক প্রাঙ্গণের একটি অংশ। ইদানীং অবশ্য আর সে শুধু 'অংশ'ই নয়, তার নিজস্ব অস্তিত্ব প্রতিষ্ঠিত। এ হেন নন্দনের মূল ভবনে রয়েছে তিনটি প্রেক্ষাগৃহ– নন্দন-১, নন্দন-২, নন্দন-৩। এছাড়া নন্দন-৪ অডিটোরিয়ামটি ব্যবহৃত হয় সেমিনার ও সাংবাদিক সম্মেলনের উদ্দেশ্যে।