কেন্দ্রীয় মন্ত্রী হচ্ছেন মুকুল রায়? দিলীপ ঘোষের উত্তরে 'ধোঁয়াশা'

Jun 09, 2020, 17:08 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন : কেন্দ্রীয় মন্ত্রী হচ্ছেন মুকুল রায়? এই প্রশ্নের উত্তরে স্পষ্ট করে 'হ্যাঁ' বা 'না' কিছুই বললেন না বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বরং ধোঁয়াশা জিইয়ে রাখলেন তিনি।  

2/5

এদিন পশ্চিমবঙ্গের সঙ্গে অননাইন জনসম্পর্ক সভায় যোগ দেন অমিত শাহ।  কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষণের পরই সাংবাদিকদের মুখোমুখি হন দিলীপ ঘোষ। 

3/5

তখনই তাঁকে মুকুল রায়কে কেন্দ্রীয় মন্ত্রী করা হচ্ছে কিন? সেই নিয়ে প্রশ্ন করা হয়। জবাবে স্পষ্ট করে কিছু না বললেও জল্পনা বা ধোঁয়াশা জিইয়ে রাখেন বিজেপি রাজ্য সভাপতি।  

4/5

জবাবে দিলীপ ঘোষ বলেন, "আমি তো কাউকে মন্ত্রী করি না। আমি নিজেও মন্ত্রী নই। কেন্দ্রে সরকার আছে। কেন্দ্রীয় সরকার বরিষ্ঠ নেতা মুকুলদার সঙ্গে আলোচনা করে ঠিক করবে। কাকে মন্ত্রী করবে, না করবে।"

5/5

আরও বলেন, "বাংলা থেকে দুজন মন্ত্রী আছেন। যদি আরও একজন-দুজন মন্ত্রী হন, তাহলে আমরা খুশি-ই হব।"