কেন্দ্রীয় সরকারি অফিসে ২০ জনের বেশি নয়, নির্দেশ কেন্দ্রের
Jun 09, 2020, 16:36 PM IST
1/5
দেশের বিভিন্ন প্রান্তে সরকারি দফতরগুলিতে বাড়ছে সংক্রমণের ঘটনা। সেদিকে নজর রেখে নয়া গাইডলাইন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের।
2/5
এক সঙ্গে ২০ জনের বেশি আধিকারিক অফিসে হাজির থাকতে পারবেন না, নির্দেশ কেন্দ্রের। সেই সঙ্গে উচ্চস্তরের আধিকারিকরা যাঁরা কেবিন শেয়ার করেন, তাঁদেরকেও একই সময়ে একই ঘরে না থাকার গাইডলাইন দেওয়া হয়েছে।
photos
TRENDING NOW
3/5
মিনিস্ট্রি অব পার্সোনেল, পাবলিক গ্রিভান্সেস অ্যান্ড পেনসনস ডিপার্টমেন্টের তরফে নির্দেশিকায় বলা হয়েছে, এর পর থেকে নতুন গাইডলাইন অনুযায়ী রোস্টার সাজানো হবে। বাকি কর্মীরা বাড়ি থেকে কাজ করবেন।
4/5
এর আগে অবশ্য আনলক ১.০-এর জন্য কিছুটা ভিন্ন গাইডলাইন নিয়ে এগিয়েছিল কেন্দ্র। কিন্তু দফতরগুলিতে সংক্রমণ ও তার জেরে সম্পূর্ণ দফতর বন্ধ রাখা ও কর্মীদের কোয়ারেন্টিনে রাখার ফলে বাড়তি দুর্ভোগের কথা মাথায় রেখে স্ট্র্যাটেজিতে আনা হল বদল।
5/5
সেই সঙ্গে স্যানিটাইজার,মাস্ক, টেম্পারেচার টেস্ট সবই বাধ্যতামূলকভাবেই করা হবে। অফিসে থাকাকালীন সর্বক্ষণ মাস্ক পরে থাকারও নির্দেশ দেওয়া হয়েছে।