কেন্দ্রীয় সরকারি অফিসে ২০ জনের বেশি নয়, নির্দেশ কেন্দ্রের

Jun 09, 2020, 16:36 PM IST
1/5

দেশের বিভিন্ন প্রান্তে সরকারি দফতরগুলিতে বাড়ছে সংক্রমণের ঘটনা। সেদিকে নজর রেখে নয়া গাইডলাইন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের। 

2/5

 এক সঙ্গে ২০ জনের বেশি আধিকারিক অফিসে হাজির থাকতে পারবেন না, নির্দেশ কেন্দ্রের। সেই সঙ্গে উচ্চস্তরের আধিকারিকরা যাঁরা কেবিন শেয়ার করেন, তাঁদেরকেও একই সময়ে একই ঘরে না থাকার গাইডলাইন দেওয়া হয়েছে।

3/5

মিনিস্ট্রি অব পার্সোনেল, পাবলিক গ্রিভান্সেস অ্যান্ড পেনসনস ডিপার্টমেন্টের তরফে নির্দেশিকায় বলা হয়েছে, এর পর থেকে নতুন গাইডলাইন অনুযায়ী রোস্টার সাজানো হবে। বাকি কর্মীরা বাড়ি থেকে কাজ করবেন। 

4/5

 এর আগে অবশ্য আনলক ১.০-এর জন্য কিছুটা ভিন্ন গাইডলাইন নিয়ে এগিয়েছিল কেন্দ্র। কিন্তু দফতরগুলিতে সংক্রমণ ও তার জেরে সম্পূর্ণ দফতর বন্ধ রাখা ও কর্মীদের কোয়ারেন্টিনে রাখার ফলে বাড়তি দুর্ভোগের কথা মাথায় রেখে স্ট্র্যাটেজিতে আনা হল বদল।

5/5

সেই সঙ্গে স্যানিটাইজার,মাস্ক, টেম্পারেচার টেস্ট সবই বাধ্যতামূলকভাবেই করা হবে। অফিসে থাকাকালীন সর্বক্ষণ মাস্ক পরে থাকারও নির্দেশ দেওয়া হয়েছে।