লোকসভা নির্বাচনে তৃণমূলের আসন 'বেঁধে দিলেন' মুকুল রায়

Oct 08, 2018, 16:30 PM IST
1/8

লোকসভায় তৃণমূল কংগ্রেস কটি আসন পাবে, দেবীপক্ষের সূচনায় বেঁধে দিলেন বিজেপি নেতা মুকুল রায়।

2/8

এদিন উত্তর ২৪ পরগনার হালিশহরের বাঁধাঘাটে তর্পণ করতে আসেন মুকুল রায়।

3/8

সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুকুল রায় বলেন, লোকসভায় পশ্চিমবঙ্গে ২০টির বেশি আসন পাবে না তৃণমূল।  

4/8

প্রসঙ্গত, পঞ্চায়েতের পর পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনের দায়িত্বও মুকুল রায়ের কাঁধে ন্যস্ত করেছে বিজেপি।

5/8

এদিন তর্পণ সেরে উঠে সাংবাদিকদের মুকুল রায় বলেন, "পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনা হয়েছে। এবার বাংলাতেও শুভ শক্তির উদয় হোক।"

6/8

"বাংলায় এখন অশুভ শক্তি বিরাজ করছে", বলে দাবি করেন তিনি।

7/8

পাশাপাশি দিলীপ ঘোষ সম্পর্কে পার্থ চট্টোপাধ্যায়ের মন্তব্য প্রসঙ্গে মুকুল রায় বলেন, "মাথা খারাপ হয়ে গিয়েছে।"

8/8

"অবিলম্বে ওনার কোনও মস্তিষ্ক বিশারদকে দেখানো উচিত।"