আম্বানির বাড়ির সামনে বিস্ফোরকের পরিকল্পনা তিহার জেলে, জঙ্গির সেল থেকে উদ্ধার ফোন
Mar 12, 2021, 14:06 PM IST
1/8
নিজস্ব প্রতিবেদন: মুকেশ অম্বানি-র বাড়ির সামনে বিস্ফোরক রাখার পরিকল্পনা করা হয়েছিল দিল্লির তিহার জেল থেকে। এমনই চাঞ্চল্যকর তথ্য় জানা গেল পুলিশ সূত্রে। বৃহস্পতিবার মুম্বই পুলিশ জানিয়েছিল, টেলিগ্রাম বার্তার মাধ্যমে বিস্ফোরকের প্ল্যান করা হয়। যা মেনেও নিয়েছে জইশ-উল-হিন্দ।
2/8
লোকেশন ট্র্যাক করা হয়। যাতে দেখা যায় তিহার জেলের একটি সেল থেকে পাঠানো হয়েছিল মেসেজ।
photos
TRENDING NOW
3/8
জানা গিয়েছে, ইন্ডিয়ান মুজাহিদ্দিন সংগঠনের এক জঙ্গিই তিহার জেল থেকে বসে এই বার্তা পাঠিয়েছিল।
4/8
মুম্বই পুলিস ট্র্যাক করে দিল্লি পুলিসকে জানিয়েছিল, টেলিগ্রাম মেসেজের লোকেশন ট্রাক করে দেখা গিয়েছে তা তিহার জেল বা তার আশেপাশের কোনও জায়গা থেকে পরিকল্পনার মেসেজ পাঠানো হয়।
5/8
শুক্রবার দিল্লি পুলিশ জানিয়েছে, তিহার জেলে একটি মোবাইল ফোন পাওয়া গিয়েছে। অনুমান করা হচ্ছে, এই ফোনটিই ব্যবহার করা হয়েছে।
6/8
এরপরই দিল্লি পুলিশের স্পেশাল টিম জানায়, ইন্ডিয়ান মুজাহিদ্দিনের এক জঙ্গি তেহসীন আখতার এই ফোনটি ব্যবহার করছিল।
7/8
কে এই তেহসীন? জানা গিয়েছে, ২০১৪ সালে পাটনায় নরেন্দ্র মোদীর জনসভায় ধারাবাহিকভাবে বিস্ফোরণ ঘটিয়েছিলেন, এই তেহসীন। এছাড়াও তিনি হায়দরাবাদ ও বুদ্ধগয়াতেও বিস্ফোরণের সঙ্গে জড়িত ছিলেন।
8/8
পুলিশ সূত্রে জানা গিয়েছে, টর ব্রাউজার ব্যবহার করে টেলিগ্রাম মেসেজিং অ্যাপের মাধ্যমে বিস্ফোরক গাড়িতে রাখা হয়। কিন্তু আদৌ কি তেহসীন দায়ি, নাকি এর পিছনে অন্য কোনও বড় মূল চক্রী আছে, তা খতিয়ে দেখা হচ্ছে।