'প্রচেষ্টা'য় টাকা পেয়েছেন রাজ্যের দেড় লাখের বেশি মানুষ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Jun 03, 2020, 20:39 PM IST
1/4

নিজস্ব প্রতিবেদন : করোনার জেরে লকডাউন যখন জারি হয়, তখনই 'প্রচেষ্টা' প্রকল্পের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। 'প্রচেষ্টা' প্রকল্পে অসংগঠিত ক্ষেত্রে জনপ্রতি ১০০০ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

2/4

এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে 'প্রচেষ্টা' প্রকল্পের সাফল্য ও খরচের খতিয়ান তুলে ধরলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, "প্রচেষ্টা প্রকল্পে রাজ্যের অসংগঠিত ক্ষেত্রের ১ লাখ ৬২ হাজার ৮০১ জনকে ১০০০ টাকা করে দেওয়া হয়েছে। এযাবৎ প্রায় ১৬ কোটি টাকা দেওয়া হয়েছে।"

3/4

একইসঙ্গে এদিন মুখ্যমন্ত্রী করোনা সংক্রান্ত বিমার সময়সীমা বাড়ানোর কথাও উল্লেখ করেন। বলেন, "কোভিড মোকাবিলায় যাঁরা কাজ করছেন, তাঁদের জন্য যে বিমা করা হয়েছিল, সেই বিমা ৩১ মে পর্যন্ত ছিল। সেটা বাড়িয়ে ৩১ জুলাই পর্যন্ত করা হল।"

4/4

করোনা মোকাবিলায় সাধারণ মানুষও যে তাঁদের সাধ্যমতো পুঁজি নিয়ে এগিয়ে এসেছে। এদিন সেকথাও উল্লেখ করেন মমতা বন্দ্য়োপাধ্যায়। জানান, "বিভিন্ন সংস্থা ও সাধারণ মানুষ আমাদের যে সাহায্য করেছেন সেটা প্রায় ১৫০ কোটি টাকা।"