গরু বলে কি প্রেম পায় না? তাই চালু হল ডেটিং অ্যাপ

Feb 11, 2019, 18:11 PM IST
1/4

এমনিতে ইন্টারনেটে ডেটিং অ্যাপের অভাব নেই। সেই সব অ্যাপ ব্যবহার করে সঙ্গী খুঁজে নিচ্ছেন বহু যুবক - যুবতী। কিন্তু গরুর কি প্রেম পায় না? তাই এবার তাদের জন্যও চালু হল ডেটিং অ্যাপ। নাম 'Moo Love'. সেখানে বয়স, লিঙ্গ সহ যাবতীয় তথ্য দিলেই খোঁজ মিলবে মনের মতো সঙ্গীর। 

2/4

গরুর জন্য অভিনব এই অ্যাপ প্রকাশ করেছে ব্রিটেনের একটি সংস্থা। তাতে সোয়াইপ করলেই শোনা যায় গরুর ডাক। গোপালকদের প্রজননের জন্য উপযুক্ত গবাদি পশু খুঁজে বার করতে চালু হয়েছে এই অ্যাপ। কোনও প্রোফাইল ডান দিকে সোয়াইপ করলে সেটি ঢুকে যাবে আপনার পছন্দের তালিকায়। বাঁ দিকে সোয়াইপ করলে বাতিল।   

3/4

অ্যাপটির নির্মাতা জানিয়েছেন, কোনও এতটি নির্দিষ্ট প্রাণী বা প্রাণীর দলকে কেউ পছন্দ করলে সেটি সরাসরি কিনে ফেলতে পারবেন তাঁরা। বা যোগাযোগ করতে পারবেন ওই প্রাণীগুলির পালকের সঙ্গে। 

4/4

স্থানীয় গবাদি পশুপালকরা বলছেন, অনলাইনে প্রাণী বিক্রি করা অনেক সহজ। সহজেই প্রাণীর উপযুক্ত দোসর পাওয়া যায়। সেক্ষেত্রে খোঁজাখুঁজি করার ঝামেলা পোহাতে হয় না।