বিয়ের পর প্রথম বছর, স্বামীর জন্য করওয়া চৌথ পালন টেলিভিশনের 'জসসি'র

Nov 05, 2020, 18:04 PM IST
1/6

বিয়ের পর প্রথম বছর স্বামী শ্যাম রাজগোপালনের জন্য করওয়া চৌথের ব্রত পালন করলেন 'জসসি জ্যায়সি কোয়ি নেহি'র মোনা সিং।    

2/6

ইনস্টাগ্রামে প্রথম করওয়া চৌথের ছবি পোস্ট করে অভিনেত্রী মোনা সিং লিখেছেন, ''ভালোবাসাই হল আসল উপহার, আমার প্রথম করওয়া চৌথ''।

3/6

গত বছর ২৭ ডিসেম্বর ব্যাঙ্কার শ্যাম রাজগোপালনের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন মোনা সিং। 

4/6

যদিও শ্যাম রাজগোপালন কিংবা মোনা, কেউই তাঁদের বিয়ের অনুষ্ঠান বিশেষ প্রকাশ্যে আসতে দেননি। 

5/6

মোনা ও শ্যামের বিয়েতে শুধুমাত্র তাঁদের পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরাই উপস্থিত ছিলেন। 

6/6

 প্রসঙ্গত, ২০০৩ সাল থেকে শুরু হওয়া টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক 'জসসি জ্যায়সি কোয়ি নেহি'র-হাত ধরেই জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেত্রী মোনা সিং। এই ধারবাহিক চলেছিল ২০০৬ সাল পর্যন্ত।