আমফান বিধ্বস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন, কর্মীদের হাতে খাবার তুলে দিলেন মিমি
May 26, 2020, 17:50 PM IST
1/11
আমফানের দাপটে বিধ্বস্ত কলকাতার বিভিন্ন এলাকা, এই পরিস্থিতিতে নিজের লোকসভাকেন্দ্র যাদবপুরের অধীন ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা ঘুরে দেখলেন সাংসদ, অভিনেত্রী মিমি চক্রবর্তী। (ছবি সৌজন্য -টুইটার)
2/11
গড়িয়া, পাটুলি, যাদবপুর, গলফগ্রিন সহ বিভিন্ন এলাকায় ঝড়ে পড়ে যাওয়া গাছ কেটে সরিয়ে সবকিছু পুনঃপ্রতিষ্ঠা করার কাজ চলছে। (ছবি সৌজন্য -টুইটার)
photos
TRENDING NOW
3/11
মঙ্গলবার সকলে পাটুলি, যাদবপুর, গড়িয়া, গলফগ্রিন সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখলেন সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী। (ছবি সৌজন্য -টুইটার)
4/11
আমফান বিধ্বস্ত বিভিন্ন এলাকা পরিদর্শনের ছবি নিজেই টুইটারে শেয়ার করেছেন সাংসদ, অভিনমেত্রী মিমি চক্রবর্তী। (ছবি সৌজন্য -টুইটার)
5/11
তবে শুধু এলাকা পরিদর্শনই নয় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলতে দেখা যায় সাংসদ, অভিনেত্রী মিমি চক্রবর্তীকে। (ছবি সৌজন্য -টুইটার)
6/11
ঝড়ে পড়ে যাওয়া গাছ কাটার পাশাপাশি এলাকায় যে বিদ্যুৎ সংযোগ দেওয়ার কাজ চলছে, সেগুলিও ঘুরে দেখেন মিমি। (ছবি সৌজন্য -টুইটার)
7/11
এলাকা পরিদর্শনের সময়ই ছোট্ট শিশুর দিকে স্নেহময়ী দৃষ্টি মিমি চক্রবর্তীর। (ছবি সৌজন্য -টুইটার)
8/11
গাছ কেটে, এলাকা পুনঃপ্রতিষ্ঠা করার কাজ যেসনমস্ত কর্মীরা করছেন, তাঁদের বিস্কুট, মুড়ি, গ্লুকোজ জল দেন সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী। (ছবি সৌজন্য -টুইটার)
9/11
ছবিগুলি শেয়ার করে মিমি লিখেছেন, '' আমরা যেমনটা বলি, এনার্জি পেলে কাজ আরও ভালো হবে।'' (ছবি সৌজন্য -টুইটার)
10/11
এদিন মিমি যখন গাছ কাটার কাজ পরিদর্শক করছিলেন, তখন এক কর্মী মিমিকে সেলফি তোলার অনুরোধও করে বসেন। (ছবি সৌজন্য -টুইটার)