দুই প্রজন্মের সেরা ফাস্ট বোলারদের বাছলেন ক্যারিবিয়ান পেস ব্যাটারি মাইকেল হোল্ডিং

Apr 16, 2020, 13:07 PM IST
1/5

বল হাতে বাইশ গজে আগুন ঝরাতেন।  সেই ক্যারাবিয়ান পেস ব্যাটারি দুই প্রজন্মের সেরা ফাস্ট বোলারদের বেছে নিলেন।

2/5

ডেনিস লিলি (অস্ট্রেলিয়া): ৭০ টেস্টে ৩৫৫ উইকেট, ৬৩টি একদিনের ম্যাচে নিয়েছেন ১০৩ উইকেট।  

3/5

অ্যান্ডি রবার্টস (ওয়েস্ট ইন্ডিজ): ৪৭ টেস্টে ২০২টি উইকেট এবং ৫৬টি ওয়ান ডে ম্যাচ খেলে নিয়েছেন ৮৭টি উইকেট।  

4/5

ম্যালকম মার্শাল (ওয়েস্ট ইন্ডিজ): ৮১টি টেস্টে ৩৭৬টি উইকেট নিয়েছেন এই ক্যারাবিয়ান পেসার। অন্যদিকে ১৩৬ ওয়ান ডে তে নিয়েছেন ১৫৭উইকেট।

5/5

ডেল স্টেইন (দক্ষিণ আফ্রিকা): লিলি, রবার্টস, মার্শাল তাঁর প্রজন্মের হলেও একটা যুগের অন্যতম সেরা ফাস্ট বোলার হিসেবে ডেল স্টেইনকে রেখেছেন হোল্ডিং। ৯৩টি টেস্টে ৪৩৯টি উইকেট নিয়েছেন প্রোটিয়া পেসার। ১২৫ ওয়ান ডে ম্যাচ খেলে ১৯৬টি উইকেট নিয়েছেন তিনি।