1/5
শ্রমিককে সাহায্য করলেন শামি
করোনার প্রকোপ কমাতে আচমকা লকডাউন ঘোষণা করেছে সরকার। যার জেরে সব থেকে সমস্যায় পড়েছেন খেটে খাওয়া মানুষ। লডাউনের এই সময় বহু পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে আটকে পড়েছেন। সরকার তাঁদের বাড়ি ফেরার ব্যবস্থা করেনি। ফলে পায়ে হেঁটেই নিজদের বাড়ি ফেরার জন্য বেরিয়ে পড়েছেন বহু শ্রমিক। মাইলের পর মাইল রাস্তা তাঁরা পায়ে হাঁটছে্ন। পথে খাবার নেই, জল নেই। কবে বাড়ি পৌঁঁছবেন তাও জানেন না।
2/5
শ্রমিককে সাহায্য করলেন শামি
উত্তরপ্রদেশের আমরোহায় ভারতীয় দলের পেসার মহম্মদ শামির বাড়ি। তাঁর বাড়ি হাইওয়ের কাছাকাছি। শামি তাই বলছিলেন, রোজই তিনি দেখেন হাজার হাজার শ্রমিক হাইওয়ে ধরে হেঁটে যাচ্ছেন। এরই মধ্যে একদিন শামির বাড়ির সামনে একজন শ্রমিক অজ্ঞান হয়ে পড়ে গেলেন। শামি সিসিটিভিতে দেখে ছুটে এসে সেই শ্রমিককে খাবার, জল দিলেন। আর্থিক সাহায্যও করলেন।
photos
TRENDING NOW
3/5
শ্রমিককে সাহায্য করলেন শামি
ভারতীয় দলের স্পিনার যুজবেন্দ্র চাহালকে ওই ঘটনার কথা বলছিলেন শামি। তিনি জানিয়েছেন, ওই শ্রমিক রাজস্থান থেকে হাঁটতে শুরু করেছিলেন। তাঁর বাড়ি বিহারে। লখনৌ হয়ে বিহারে ফেরার জন্য হাঁটছিলেন তিনি। পথে হয়তে সেভাবে খাবার ও জল পাননি। তাই মাথা ঘুরিয়ে পড়ে যান শামির বাড়ির সামনে। শামি ছুটে আসেন তাঁকে সাহায্য করতে।
4/5
শ্রমিককে সাহায্য করলেন শামি
5/5
শ্রমিককে সাহায্য করলেন শামি
photos