সপ্তম ফুটবলার হিসেবে ৭০০ গোলের এলিট ক্লাবে এলএমটেন

Jul 01, 2020, 14:34 PM IST
1/10

লিওনেল মেসির মুকুটে নতুন পালক। ৭০০ গোলের এলিট ক্লাবে আর্জেন্টিনিয় সুপারস্টার।  

2/10

মঙ্গলবার রাতে লা লিগায়  অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে পেনাল্টি থেকে গোল করে নয়া মাইলস্টোন ছুঁয়ে ফেলেন বার্সা তারকা। বার্সেলোনা আর আর্জেন্টিনা মিলিয়ে ৭০০ গোলের মালিক হলেন এলএমটেন।

3/10

৭০০ গোলের মধ্যে ৬৩০ গোলই এসেছে বার্সেলোনার জার্সি গায়ে। আর বাকি ৭০ গোল করেছেন আর্জেন্টিনার জার্সি গায়ে।

4/10

সাতশো গোলের এলিট ক্লাবে যোগ দিলেন লিও মেসি। বিশ্বের সপ্তম ফুটবলার হিসাবে এই কৃতিত্ব অর্জন করলেন মেসি। মেসি ৭০০ গোল করে ফেললেন ৮৬২ ম্যাচে।

5/10

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো:  বর্তমানে খেলা ফুটবলারদের মধ্যে একমাত্র রোনাল্ডোরই ৭০০ গোল করার নজির ছিল। ক্লাব আর দেশ মিলিয়ে রোনাল্ডো ৭০০ গোল করেছিলেন ৯৭৩ ম্যাচে।

6/10

গার্ড মুলার : তত্কালীন পশ্চিম জার্মানি এবং বায়ার্ন মিউনিখের হয়ে দীর্ঘদিন খেলেছেন গার্ড মুলার। ৭৯৩ ম্যাচে ৭৩৫ গোল করেছিলেন মুলার।

7/10

পুসকাস: ৭৪৬ গোল করেছিলেন রিয়াল মাদ্রিদ তথা হাঙ্গেরির কিংবদন্তি এই স্ট্রাইকার। তাঁর নামে ফিফা পুরস্কারও চালু করেছে।

8/10

রোমারিও :  ব্রাজিলিয় বিশ্বকাপজয়ীর গোলসংখ্যা ৭৭২।  দীর্ঘ কেরিয়ারে ৯৯৩টি ম্যাচ খেলেছেন ব্রাজিলিয় কিংবদন্তি।

9/10

জোসেফ বিকান : তিনটি দেশের হয়ে খেলার নজির রয়েছে তাঁর।  মাত্র ৫৩০ টি ম্যাচে ৮০৫টি গোল করার অনন্য নজির রয়েছে তাঁর।

10/10

পেলে: গিনিস ওয়ার্ল্ড রেকর্ডের হিসেব অনুযায়ী সর্বকালের সর্বোচ্চ গোলস্কোরারের নাম কিংবদন্তি পেলে। তাঁর গোলের সংখ্যা বলছে ১২৭৯। যদিও পরবর্তী কালে সংখ্যাটা কমিয়ে ৭৬৭ করেছে RSSSF।  তবে তিনিই বিশ্বের একমাত্র ফুটবলার যিনি তিনটি বিশ্বকাপ জিতেছেন।