২ কোটি টাকা তো পেলাম না, ওটা কি মজা ছিল? সরকারকে প্রতিশ্রুতির কথা মনে করালেন সোনা জয়ী শুটা

| Jan 04, 2019, 20:22 PM IST
1/6

২ কোটি টাকার কথা সরকারকে মনে করালেন শুটার মানু ভাকের

২ কোটি টাকার কথা সরকারকে মনে করালেন শুটার মানু ভাকের

গত বছর অক্টোবরে ইউথ ওলিম্পিকে সোনা জিতেছিলেন হরিয়ানার শুটার মানু ভাকের। তার পর থেকেই ঝাঝর-এর হরিয়া গ্রামের এই কমবয়সী পিস্তল শুটারকে নিয়ে সারা দেশে উন্মাদনা তুঙ্গে। 

2/6

২ কোটি টাকার কথা সরকারকে মনে করালেন শুটার মানু ভাকের

২ কোটি টাকার কথা সরকারকে মনে করালেন শুটার মানু ভাকের

ইউথ ওলিম্পিকে সোনা জয়ের পর হরিয়ানার সরকার মানুকে পুরস্কার স্বরূপ ২ কোটি টাকা প্রদানের প্রতিশ্রুতি দেয়। কিন্তু মানু সেই টাকা এখনও পাননি। 

3/6

২ কোটি টাকার কথা সরকারকে মনে করালেন শুটার মানু ভাকের

২ কোটি টাকার কথা সরকারকে মনে করালেন শুটার মানু ভাকের

এতগুলো মাস কেটে গেল। এখনও পুরস্কারের টাকা পেলেন না। তাই এবার সরকারকে প্রতিশ্রুতির কথা মনে করালেন মানু। টুইটারে সংশ্লিষ্ট মন্ত্রীকে তিনি জিজ্ঞাসা করেন, ২কোটি টাকা এখনও পেলাম না। ওটা কি তবে মজা ছিল! Sir Please confirm if it is correct... Or just Jumla... @anilvijminister pic.twitter.com/AtxpLKBSYV — Manu Bhaker (@realmanubhaker) January 4, 2019

4/6

২ কোটি টাকার কথা সরকারকে মনে করালেন শুটার মানু ভাকের

২ কোটি টাকার কথা সরকারকে মনে করালেন শুটার মানু ভাকের

হরিয়ানার মন্ত্রী অনিল ভিজ সরকারের হয়ে এমন প্রতিশ্রুতি দিয়ে টুইট করেছিলেন। তাই ভিজ-এর সেই টুইটের স্ক্রিনশট তুলে প্রশ্নটা করলেন মানু। 

5/6

২ কোটি টাকার কথা সরকারকে মনে করালেন শুটার মানু ভাকের

২ কোটি টাকার কথা সরকারকে মনে করালেন শুটার মানু ভাকের

কোনও অ্যাথলিট আন্তর্জাতিক মঞ্চ থেকে সোনা জিতে ফিরলে এর আগে হরিয়ানা সরকারের পক্ষ থেকে ১০ লাখ টাকার বেশি পাননি। কিন্তু হরিয়ানার বর্তমান সরকার ২কোটি টাকা পুরস্কার হিসাবে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বসে। 

6/6

২ কোটি টাকার কথা সরকারকে মনে করালেন শুটার মানু ভাকের

২ কোটি টাকার কথা সরকারকে মনে করালেন শুটার মানু ভাকের

মানুর বাবা কিষাণ ভাকের একজন মেরিন ইঞ্জিনিয়ার। তিনি বলছিলেন, ''এই ধরণের প্রতিশ্রুতি প্রাথমিকভাবে অ্যাথলিটদের উদ্বুদ্ধ করে। কিন্তু প্রতিশ্রুতি দেওয়ার পর সেই পুরস্কার না পেলে অ্যাথলিটদের মন ভেঙে যায়।''