'উন্নয়ন দেওয়াটাই মানবিক মুখ', জি ২০ প্রস্তুতি বৈঠকে বললেন মমতা

Jan 09, 2023, 17:34 PM IST
1/7

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে শুরু হল জি২০ প্রস্তুতি বৈঠক। ৩ দিন ব্যাপী বৈঠক। 

2/7

বৈঠকে উপস্থিত জি২০ গোষ্ঠীভুক্ত দেশের প্রতিনিধিরা। এদিন সেই প্রস্তুতি বৈঠকে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় উন্নয়নের পক্ষে সওয়াল করেন। 

3/7

মুখ্যমন্ত্রী বলেন, তাঁর সরকার মানুষের উন্নয়নে বিশ্বাস করে। রাজ্যে বেকারত্ব, দারিদ্র্য কমেছে। 

4/7

বলেন, রাজ্য়ে ১ কোটি ২০ লাখ কর্মসংস্থান তৈরি করেছে সরকার। বাংলার জিডিপি বাড়িয়েছে। 

5/7

পাশাপাশি, বাংলায় সব ধর্মের সমন্বয় রয়েছে। জাতপাত বা ভাষা এখানে কোনও বিভেদ তৈরি করতে পারেনি। 

6/7

মমতা বলেন, রাজ্যের মহিলা, কৃষক এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নের মাধ্যমেই রাজ্যের প্রকৃত উন্নতি ঘটেছে। তাঁর সরকার নিয়ে এসেছে 'দুয়ারে সরকার'-এর মত প্রকল্প।

7/7

যার মাধ্যমে মানুষ খুব সহজেই সরকারি প্রকল্পগুলোতে নাম লেখাতে পারছে। এমনকি দুয়ারে সরকার প্রথম পুরস্কারও জিতে নিয়েছে।