Rathyatra: ইস্কনের রথের দড়ি টানলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সঙ্গে নুসরত-মিমি-সায়ন্তিকা, উপস্থিত ডোনাও...

Mamata Banerjee: মঙ্গলবার রথযাত্রা। প্রতিবারের মতো এবছরও ইস্কন কলকাতার রথের দড়ি প্রথম টানলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সঙ্গে হাজির ছিলেন মিমি, নুসরত, শ্রেয়া পাণ্ডে, সায়ন্তিকা সহ আরো অনেকে।

| Jun 20, 2023, 16:54 PM IST
1/11

রথযাত্রা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রতিবারের মতো এবছরও রথযাত্রায় ইস্কনের রথে জগন্নাথ দেবের আরতি করতে হাজির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  

2/11

রথযাত্রা

রথ টানার আগে জগন্নাথদেবের পথে চন্দনের গুঁড়ো ছড়িয়ে দিলেন মমতা।  

3/11

রথযাত্রা

চন্দনের গুঁড়োর সঙ্গে ছড়িয়ে দিলেন গোলাপ জলও।  

4/11

রথযাত্রা

চন্দন ও গোলাপের জল সকলের মাথায় ছিটিয়ে দিলেন মুখ্যমন্ত্রী।  

5/11

রথযাত্রা

জগন্নাথদেবের যাতে নজর না লাগে তাই তাঁর জন্য নারকেলও ফাটালেন মুখ্যমন্ত্রী। 

6/11

রথযাত্রা

প্রতিবারের মতো এবছরও মুখ্যমন্ত্রী সঙ্গে হাজির ছিলেন নুসরত ও মিমি।  

7/11

রথযাত্রা

জগন্নাথদেবের কাছে হাতজোড় করে প্রার্থনা করতেও দেখা যায় নুসরতকে।    

8/11

রথযাত্রা

এই দুই তারকার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এদিন রথ টানতে হাজির ছিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও ডোনা গঙ্গোপাধ্যায়।  

9/11

রথযাত্রা

এদিন ইস্কনে পারফর্ম করেন দীক্ষামঞ্জরীর ছাত্র ছাত্রীরা।  

10/11

রথযাত্রা

ডোনাকে সঙ্গে নিয়ে নৃত্যশিল্পীদের সঙ্গে ফ্রেমবন্দি হন মমতা।  

11/11

রথযাত্রা

মুখ্যমন্ত্রীই রথের রশি ধরে টানেন প্রথম, তাঁর সঙ্গে যোগ দেন তারকারাও। শুরু হয় রথযাত্রা।