'গরমে অসুখ বাড়ে, নুন-লেবু জল খান, মাস্ক পরুন', দাওয়াই মুখ্যমন্ত্রীর

ইদের পর মাস্ক পরবেন বলে সাংবাদিক বৈঠকে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়...

Apr 19, 2023, 16:36 PM IST
1/6

মমতার দাওয়াই

মমতার দাওয়াই

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তীব্র গরমে জ্বলছে দক্ষিণবঙ্গ। রাজ্যবাসীকে সতর্ক থাকার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী।

2/6

মমতার দাওয়াই

মমতার দাওয়াই

গরমে মুখ্যমন্ত্রীর দাওয়াই, বার বার জল আর ওআরএস খাবেন। গরমে লেবু-নুন জল খান, যাতে ডিহাইড্রেশন না হয়।  

3/6

মমতার দাওয়াই

মমতার দাওয়াই

গরমে মাথা ঢেকে রাখুন। ১২টা থেকে ৪টে বেরবেন না। একইসঙ্গে কোভিডবিধি নিয়েও নির্দেশ দেন মমতা।  

4/6

মমতার দাওয়াই

মমতার দাওয়াই

বলেন, ভিড়ের মধ্যে গেলেও মাস্ক ব্যবহার করুন। আমিও মাস্ক ব্যবহার করব, আপনাও করুন। স্যানিটাইজ করুন।  

5/6

মমতার দাওয়াই

মমতার দাওয়াই

মুখ্যমন্ত্রী জানান রাজ্যে এখন ৪৯ জন কোভিড রোগী ভর্তি আছেন। তাঁদের মধ্যে ৯ জনের কো-মরবিডিটি আছে।   

6/6

মমতার দাওয়াই

মমতার দাওয়াই

তাঁদের অক্সিজেন লাগছে, বাকিদের নয়। গরমে অসুখ বাড়ে তাই সাবধানে থাকুন।