মাঝেরহাট সেতু বিপর্যয়ের জের, নিষিদ্ধ ২০ চাকার লরি, জিনিসের দাম বাড়ার আশঙ্কা

Sep 07, 2018, 23:48 PM IST
1/8

নিষিদ্ধ ২০ চাকা

maj_1

মাঝেরহাট সেতু ভাঙার জের। রাজ্যজুড়ে নিষিদ্ধ হল ২০ চাকার লরি। 

2/8

নিষিদ্ধ ২০ চাকা

maj_2

আপাতত অনির্দিষ্টকালের জন্য রাজ্যে বন্ধ করা হল ২০ চাকার লরি। 

3/8

নিষিদ্ধ ২০ চাকা

maj_3

পরিবহন দফতর নির্দেশিকা দিয়ে জানিয়েছে, রাজ্যে ২০ চাকার ট্রাককে আপাতত অনির্দিষ্ট কালের জন্য ঢুকতে দেওয়া হবে না। 

4/8

নিষিদ্ধ ২০ চাকা

maj_4

বন্দর কর্তৃপক্ষকেও চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, ২০ চাকার লরি আর ঢুকতে দেওয়া হবে না। 

5/8

নিষিদ্ধ ২০ চাকা

maj_5

মাঝেরহাট সেতু বিপর্যয়ের পর নবান্নে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ২০ চাকার ট্রাক নিয়ন্ত্রণ করা হবে।

6/8

নিষিদ্ধ ২০ চাকা

maj_6

রাজ্য সরকারের এই সিদ্ধান্তের জেরে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়তে পারে বলে আশঙ্কা ব্যবসায়ীদের।

7/8

নিষিদ্ধ ২০ চাকা

maj_7

কেন ব্যবসায়ীদের এই আশঙ্কা? অনেকেই বলছেন, ২০ চাকার ট্রাকে প্রচুর পণ্য আনা যায়। ওই একই পণ্য ছোট লরিতে আনতে হলে পরিবহণ খরচ বাড়বে।   

8/8

নিষিদ্ধ ২০ চাকা

maj_8

এর পাশাপাশি সীমানায় বড় ট্রাক থেকে ছোট ট্রাকে পণ্য মজুত করতেও অতিরিক্ত খরচ হবে। ফলে রাজ্যে শাক-সবজি-সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়তে পারে।