সোনালি বেন্দ্রের 'প্রয়াণে'র খবর দিয়ে টুইটারে সমালোচনার মুখে বিজেপি বিধায়ক

Sep 07, 2018, 21:45 PM IST
1/7

বিতর্কে বিজেপি বিধায়ক

Sonali_7

'মেয়েদের অপহরণ করব' বলে বির্তকে জড়িয়েছেন বিজেপি বিধায়ক রাম কদম। শুক্রবার ফের গোল বাঁধালেন এই বিজেপি নেতা। 

2/7

বিতর্কে বিজেপি বিধায়ক

Sonali_6

ক্যানসার চিকিত্সার জন্য বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে সোনালি বেন্দ্রে। তাঁর কেমোথেরাপি চলছে। 

3/7

বিতর্কে বিজেপি বিধায়ক

Sonali_5

শুক্রবার মরাঠিতে রাম কদম টুইট করেন, 'বলিউড ও মরাঠি অভিনেত্রী সোনালি বেন্দ্রে প্রয়াত হয়েছেন আমেরিকায়। তাঁর মৃত্যুতে আমি শোকাহত'।  

4/7

বিতর্কে বিজেপি বিধায়ক

Sonali_4

এরপরই টুইটারে রাম কদমকে নিশানা করেন নেটিজেনরা। টুইটটি মুছে ফেলতে বাধ্য হন বিজেপি বিধায়ক।

5/7

বিতর্কে বিজেপি বিধায়ক

Sonali_3

আগের টুইট মুছে রাম কদম টুইটারে লেখেন, 'গত দু'দিন ধরে গুজব ছড়িয়েছিল। ইশ্বরের কাছে তাঁর দ্রুত আরোগ্য কামনা করি'।   

6/7

বিতর্কে বিজেপি বিধায়ক

Sonali_2

গত জুলাই ক্যানসারে আক্রান্ত হওয়ার কথা প্রকাশ্যে আনেন সোনালি বেন্দ্রে। কেমোথেরাপির পর নিজের কেশহীন ছবিও পোস্ট করেছেন বলিউড অভিনেত্রী।

7/7

বিতর্কে বিজেপি বিধায়ক

Sonali_1

গত সোমবার জন্মাষ্টমীতে দহি হান্ডির অনুষ্ঠানে তরুণদের রাম কদম বলেন, প্রেমে ব্যর্থ হয়ে অনেকেই তাঁর সহযোগিতা চান। এরপরই তাঁকে বলতে শোনা যায়, মা-বাবাকে নিয়ে এসো। তোমার অভিভাবকরা অনুমতি দিলে আমি কী করব? মেয়েটিকে অপহরণ করে তোমাদের হাতে তুলে দেব।