আজ রাত ১২টা বাজলেই অচল হয়ে যাবে পুরনো এসবিআই কার্ড, জানেন তো!

Dec 31, 2018, 14:04 PM IST
1/7

অচল কার্ড!

SBI_1

আজকে তারিখটা মনে আছে তো! কেন মনে থাকবে না। বর্ষশেষ। দেদার আনন্দ, পার্টি-সাটি। রাত বারোটা বাজলেই নতুন বছরে পড়ছি। কিন্তু এটা জানেন তো, নতুন বছরের পড়ার সঙ্গে সঙ্গে আপনার পুরনো এসবিআই এটিএম কার্ড (ম্যাগস্ট্রিপ) বাতিল হয়ে যাচ্ছে! ওই এটিএম কার্ড দিয়ে আর টাকা তুলতে পারবেন না!

2/7

অচল কার্ড!

SBI_2

হ্যাঁ, আজ ৩১ ডিসেম্বর শেষ তারিখ ম্যাগস্ট্রিপ কার্ড (অর্থাত্ যে কার্ডে চিপ নেই) অচল হতে। এর আগে ৩১ ডিসেম্বরের মধ্যে ডেবিট এবং ক্রেডিট কাড আপডেট করার জন্য একাধিক বার জানানো হয়েছে ব্যাঙ্কের তরফে।

3/7

অচল কার্ড!

SBI_3

রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশ অনুযায়ী, ম্যাগনেটিক স্ট্রিপ বা পুরনো ডেবিট এবং ক্রেডিট কার্ড চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে বাতিল হচ্ছে।

4/7

অচল কার্ড!

SBI_4

ম্যাগনেটিক স্ট্রিপের পরিবর্তে নিয়ে আসা হয়েছে ইএমভি চিপ প্রযুক্তির কার্ড। যা পুরনো কার্ডের থেকে অনেক বেশি সুরক্ষিত। বিশেষজ্ঞদের দাবি, ওই চিপ নকল করা কঠিন হ্যাকারদের কাছে।

5/7

অচল কার্ড!

SBI_5

৩১ডিসেম্বরের পর নয়া কার্ড আবেদন করলে, দেরির জন্য জরিমানা গুনতে হতে পারে গ্রাহকদের।

6/7

অচল কার্ড!

SBI_6

কীভাবে আবেদন করবেন ডেবিট কার্ড? এসবিআই নেটব্যাঙ্কিং গিয়ে ‘ইসার্ভিস’ যেতে হবে। এর পর এটিএম সিলেক্ট করে ডেবিট বা ক্রেডিট কার্ড আবেদন করতে পারেন।

7/7

অচল কার্ড!

SBI_7

আবেদন করার পরও যদি এখন পর্যন্ত নতুন কার্ড হাতে না পেয়ে থাকেন, তাহলে সত্ত্বর যোগাযোগ করুন নিকটবর্তী এসবিআইয়ের শাখায়।