কলকাতায় সেঞ্চুরির পথে পেট্রল-ডিজেলের দাম, হাতে টানা রিক্সা নিয়ে পথে Madan Mitra

Jun 26, 2021, 18:18 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: 'পরিবহণমন্ত্রী থেকে রাস্তার রিক্সাওয়ালা'! কলকাতায় পেট্রল-ডিজেলের দামবৃদ্ধির প্রতিবাদে হাতে টানা রিক্সা নিয়ে রাস্তায় নামলেন মদন মিত্র। বললেন,' যেভাবে পেট্রল-ডিজেলের দাম বাড়ছে, তাতে রিক্সাকে প্রোমোট করা দরকার'।  

2/5

জ্বালানির লাগামছাড়া মূল্যবৃদ্ধি। নিত্যদিন রেকর্ড গড়ছে পেট্রল-ডিজেলের দাম। মুম্বই, বেঙ্গালুরুর পর এবার কলকাতায়ও পেট্রলের দাম সেঞ্চুরি দোরগোড়ায়।  

3/5

তিনি নিজে একসময়ে রাজ্যের পরিবহণমন্ত্রী ছিলেন। শহরে পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে অভিনব প্রতিবাদ মদন মিত্রের।  

4/5

ভবানীপুরের রাস্তায় হাতে টানা রিক্সা চালালেন প্রাক্তন পরিবহণমন্ত্রী। রিক্সার চালক হয়ে গেলেন যাত্রী।

5/5

মদন মিত্রের কথায়, 'পরিবহণ মন্ত্রী ছিলাম। তখন বুঝতাম না, রিক্সাওয়ালার কষ্টটা কী! স্বপ্ন ছিল, বড় হয়ে একদিন রিক্সাওয়ালাকে টানব'। বললেন, 'যেভাবে পেট্রল-ডিজেলের দাম বাড়ছে, তাতে রিক্সাকে প্রোমোট করা দরকার'।