1/6
জুলাই মাসে সীমিত ওভারের ক্রিকেট খেলতে শ্রীলঙ্কা উড়ে যাচ্ছে শিখর ধাওয়ানের টিম ইন্ডিয়া। তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-২০ সিরিজের জন্য ২০ সদস্যের দল বেছে নিয়েছে বিসিসিআই। তরুণ ক্রিকেটারদের মধ্যে যাঁরা ঘরোয়া ক্রিকেটে ও আইপিএলে নজরকাড়া পারফরম্যান্স করেছেন, তাঁরা সুযোদ পেয়েছেন দ্বীপরাষ্ট্র সফরে যাওয়ার। দলে রয়েছেন দেবদূত পাড্ডিকল (Devdutt Padikkal), রুতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad) চেতন সাকারিয়া (Chetan Sakariya)। রয়েছেন কর্ণাটকের অভিজ্ঞ অলরাউন্ডার কৃষ্ণাপ্পা গোথাম (Krishnappa Gowtham)। এই মুহূর্তে শ্রীলঙ্কা উড়ে যাওয়ার আগে টিম রয়েছে মুম্বইয়ের হোটেলে। সেখানেই চলছে আইসোলেশন পর্ব। জিম সেশনে সকলেই প্রস্তুতিতে মগ্ন।
2/6
photos
TRENDING NOW
3/6
4/6
5/6
6/6
আরসিবি-র (RCB) দেবদূত পাড়িক্কল (Devdutt Padikkal) ও সিএসকে-র (CSK) কৃষ্ণাপ্পা গোথাম (Krishnappa Gowtham) (বাঁ-দিক থেকে): রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) দেবদূত পাড়িক্কল ও চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) অফস্পিনার কৃষ্ণাপ্পা গোথাম মুম্বইয়ের হোটেলে নিভৃতবাসে এক সঙ্গে সময় কাটাচ্ছেন। পাড়িক্কল অপরাজিত সেঞ্চুরি-সহ (১০১) আরসিবি-র হয়ে ৬ ম্যাচে ১৯৫ রান করেছেন। গোথাম চেন্নাইয়ে যোগ দেওয়ার আগে পঞ্জাবের হয়ে খেলেছেন।
photos