Ma Lakshmi Favourite Zodiac: কোজাগরী পূর্ণিমায় ৫ রাশিতে লক্ষ্মীলাভ, মা লক্ষ্মীর প্রিয় তালিকায় এই জাতকরা

Kojagari Laxmi Puja: হিন্দু শাস্ত্রে মা লক্ষ্মীকে সম্পদ ও সমৃদ্ধির অধিষ্ঠাত্রী দেবী বলে মনে করা হয়। আসুন জেনে নেওয়া যাক কোন রাশি দেবী লক্ষ্মীর আশীর্বাদ পান সহজেই। 

Oct 17, 2024, 11:28 AM IST

(Disclaimer: প্রচলিত ধর্মীয় রীতি, শাস্ত্র বা তত্ত্বের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হয়েছে। এটি মানা বা না মানার সুপারিশ করা হচ্ছে না। বিশ্বাস ব্যক্তিগত বিষয়। সচেতন পাঠক যা করবেন স্বদায়িত্বে। আমাদের সম্পাদকীয় দফতরের কোনও দায়বদ্ধতা নেই।)

1/7

লক্ষ্মীর পছন্দের রাশি

Kojagari Laxmi Puja

১৬ অক্টোবর তো বটেই ১৭ অক্টোবরও পঞ্জিকা মতে এবার লক্ষ্মীর আরাধনা করা যাবে। যদিও কোজাগরী লক্ষ্মীপুজো রাতে হয় বলে বুধবার রাতেই এই পুজো করেছেন। 

2/7

লক্ষ্মীর পছন্দের রাশি

Kojagari Laxmi Puja

তবে কোনও কোনও রাশির জাতকদের ওপর মা লক্ষ্মীর বিশেষ কৃপাদৃষ্টি বর্ষিত হয়। মা লক্ষ্মী সত্‍ মানুষদের ভালোবাসেন। জ্যোতিশাস্ত্র অনুযায়ী ৫ রাশির জাতকদের পছন্দ করেন ধনদেবী। এদের জীবনে আর্থিক সঙ্কট এলেও তা স্থায়ী হয় না। 

3/7

লক্ষ্মীর পছন্দের রাশি

Kojagari Laxmi Puja

মেষ রাশির জাতক জাতিকারা খুব পরিশ্রমী হয়। তারা যা করার সিদ্ধান্ত নেয়, তা সম্পন্ন করেই ছাড়ে। অদম্য এদের জেদ। দেবী লক্ষ্মীর কৃপায় প্রচুর আর্থিক লাভ পায় এই জাতকরা। 

4/7

লক্ষ্মীর পছন্দের রাশি

Kojagari Laxmi Puja

বৃষ রাশির জাতকদের ওপর মা লক্ষ্মীর কৃপা সবসময় থাকে। এই রাশির অধিপতি শুক্র, যাকে ধন ও সম্পদের কারক বলে মনে করা। এই রাশির জাতকদের ওপর মা লক্ষ্মীর কৃপা সবসময়ই থাকে।

5/7

লক্ষ্মীর পছন্দের রাশি

Kojagari Laxmi Puja

অত্যন্ত সৌভাগ্যবান হন মিথুন রাশির জাতকরা। সম্পদের দেবীর আশীর্বাদে জীবনে প্রচুর সৌভাগ্য অর্জন করেন এঁরা। কোনও দিন অর্থের কষ্ট ভোগ করতে হয় না এঁদের। 

6/7

লক্ষ্মীর পছন্দের রাশি

Kojagari Laxmi Puja

সিংহ জাতকরা দৃঢ় সংকল্প, উদ্যম এবং তীক্ষ্ণ বুদ্ধি থাকে। মা লক্ষ্মীর দয়ায় সিংহ রাশির জাতকরা রাজার মতো জীবন কাটিয়ে থাকেন। 

7/7

লক্ষ্মীর পছন্দের রাশি

Kojagari Laxmi Puja

দেবী লক্ষ্মীর কৃপায় তুলার রাশির লোকেরা সর্বদা সুখ ভোগ করে। দেবী লক্ষ্মীর কৃপায়, এই লোকেরা কখনও আর্থিক সঙ্কটের সম্মুখীন হয় না এবং সর্বক্ষেত্রে সফল হয়।