কেন্দ্রীয় সরকারের আবেদনে সাড়া দিয়ে রান্নার গ্যাসে ভর্তুকি ছেড়ে গাঁটের খরচ বেড়ে গিয়েছে অনেকের। এবার তা আরও বাড়ল। সোমবার থেকে রান্নার গ্যাসের জন্য অতিরিক্ত খসাতে হবে।
2/5
দামি এলপিজি
দিল্লিতে ভর্তুকিহীন রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম সোমবার থেকে বাড়ল ৫৯ টাকা। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের দাবি, আন্তর্জাতিক বাজারে এলপিজি-র দামবৃদ্ধি ও টাকার অবমূল্যায়নের জেরে এই সিদ্ধান্ত।
photos
TRENDING NOW
3/5
দামি এলপিজি
ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম বাড়ল ২.৮৯ টাকা। ফলে রান্নার গ্যাসের দাম বেড়ে পৌঁছল ৫০২.৪ টাকায়। তবে এটা জিএসটির কারণে হয়েছে বলে দাবি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের।
4/5
দামি এলপিজি
তবে গতবছর একইসময়ের চেয়ে এলপিজি থেকে ভর্তুকি ফেরত আগের চেয়ে অনেকটাই বেড়ে গিয়েছে। গতবছর সেপ্টেম্বরে গ্রাহকের ব্যাঙ্ক খাতায় ঢুকত ৩২০.৪৯ টাকা। চলতি বছর অক্টোবরে তা বেড়ে হয়েছে ৩৭৬.৬০ টাকা। ফলে গতবছরের চেয়ে গ্রাহকের সাশ্রয় হচ্ছে ৫৬ টাকা।
5/5
দামি এলপিজি
দিল্লিতে সিএনজি-র দামও বেড়েছে। রাজধানীতে প্রতি কেজিতে বেড়েছে ১.৭০ টাকা।