Heavy Rainfall: দিগন্তে তুমুল তাণ্ডব! অসময়ের বৃষ্টিপ্লাবনে ভাসবে সব! ১১ রাজ্যে ভারী বৃষ্টির হুঁশিয়ারি, আতঙ্কে কাঁপছে ৭ জেলা...

Heavy Rainfall Hit 11 States: একদিকে যখন ঘন কুয়াশা, কড়া ঠান্ডা, অন্য দিকে তখন ঝড়-বৃষ্টির আশঙ্কা! আবহাওয়ার সার্বিক পরিবর্তনের কারণে সারা দেশে শীতের তীব্রতা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা!

| Nov 25, 2024, 14:21 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একদিকে যখন ঘন কুয়াশা, কড়া ঠান্ডা। অন্য দিকে তখন ঝড়-বৃষ্টির আশঙ্কা! উত্তর ভারতে যখন বরফপাত, দক্ষিণে তখন ঝড়-বৃষ্টি-বজ্রপাত। বঙ্গোপসাগরে নিম্নচাপ ও গভীর নিম্নচাপের জেরে একাধিক শহরে শুরু হয়ে গিয়েছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি। ইতিমধ্যেই ভারতীয় মৌসম ভবন (আইএমডি) একটি ঘূর্ণিঝড়ের সতর্কবার্তাও দিয়েছে। বলা হচ্ছে, আবহাওয়ার এই সার্বিক পরিবর্তনের কারণে সারা দেশে শীতের তীব্রতা আরও বাড়তে পারে!

1/7

আশঙ্কা

একটি নিম্নচাপ এলাকা তৈরি হয়েছে। এই নিম্নচাপ আজ, ২৫ নভেম্বর সোমবার গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে।

2/7

বৃষ্টিসতর্কতা

আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যাঞ্চলে নিম্নচাপটি গভীর নিম্নচাপ তৈরি করতে পারে। যার কারণে IMD ১১টি রাজ্যে বৃষ্টির বিশেষ সতর্কতা জারি করেছে।

3/7

সামুদ্রিক এলাকায় ঝড়

সামুদ্রিক এলাকায় ঝড়ের আশঙ্কা। পূর্ব নিরক্ষীয় ভারত মহাসাগর এবং সংলগ্ন দক্ষিণে ঘূর্ণিঝড়ের কারণে নানা বৈপরীত্য ঘটবে। আন্দামান সাগর থেকে মান্নার উপসাগর পর্যন্ত উচ্চ গতিতে বইবে বাতাস।

4/7

মেঘালয় এবং

আবহাওয়া দফতর আগেই ২৩ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত বেশ কয়েকটি রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কিছু জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, অসম, মেঘালয়, তামিলনাড়ু, কেরালা এবং পুদুচেরিতে বিশেষ প্রভাব পড়বে।

5/7

বৃষ্টি এবং বজ্রপাত

আজ ২৫ এবং আগামীকাল ২৬ নভেম্বর কেরালা, মাহে, অন্ধ্রপ্রদেশের উপকূলীয় অঞ্চলে বৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা। 

6/7

ঘন কুয়াশা

গভীর রাতে ও সকালে উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকায় ঘন কুয়াশা থাকতে পারে। এর মধ্যে রয়েছে পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ।

7/7

বাংলায় কী হবে?

বাংলা জুড়ে আগামী কয়েকদিনই শুষ্ক আবহাওয়া থাকবে। বলা হচ্ছে, গোটা নভেম্বর জুড়েই মনোরম আবহাওয়া থাকবে। যদিও ডিসেম্বরের আগে জাঁকিয়ে শীত নয় এ রাজ্যে।