Aadhar Card হারিয়েছেন? ঘরে বসেই কীভাবে পাবেন, জেনে নিন

Mar 23, 2021, 19:09 PM IST
1/6

১) UIDAI ওয়েবসাইট খুলুন

UIDAI বা Unique Identification Authority of India এর ওয়েবসাইট uidai.gov.in খুলতে হবে।

2/6

২)  ওয়েবসাইটের হোমপেজে  'My Aadhar' অপশনে ক্লিক করলে একাধিক লিস্ট ফরম্যাট নজরে আসবে।

3/6

৩) Lost Aadhar অপশনে ক্লিক

তালিকায় 'Aadhar Service' কলামে 'Retrieve Lost or Forgotten EID / UID' এই অপশনে ক্লিক করতে হবে।

4/6

৪) Details ভরতে হবে

নিজের ইচ্ছেমতো একটা নম্বর বেছে নিতে হবে। পুরো নাম, মোবাইল নম্বর, ইমেল-আইডি পূরণ করার পর Captchaআসবে স্ক্রিনে। Send OTP অপশনে ক্লিক করতে হবে।

5/6

৫) মোবাইল নম্বরে OTP আসবে

মোবাইল নম্বরে ৪ বা ৬ ডিজিট কোডের একটি OTP আসবে। এরপর ফের মোবাইল নম্বরে আপনার EID/UID নম্বর আসবে।

6/6

৬) ১৫ দিনে পাবেন আধার কার্ড

সবশেষে একটি পেমেন্ট গেটওয়ে পেজ আসবে। যেকোন ডিজিটাল পেমেন্টে ৫০ টাকা দিলেই আধার কার্ডের হার্ড কপি ১৫ দিনের মধ্যে পৌঁছবে আপনার বাড়িতে স্পিড পেস্টের মাধ্যমে।