1/12
লোকসভা ভোটের আগে ইস্তাহার প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়ে দিলেন, ভোটে জেতার পর জোট সরকারের অভিন্ন ন্যূনতম কর্মসূচিতেও থাকবে বিষয়গুলি। বুধবার সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,''প্রত্যেকটা রাজ্য নিজের মতো ইস্তাহার প্রকাশ করে। আমরা ঐক্যবদ্ধ ভারত গঠন করব। ন্যূনতম অভিন্ন কর্মসূচি তৈরি করা হবে। সকলের সঙ্গে আলোচনা ছাড়া নিজের মত চাপিয়ে দিতে পারি না। সর্বভারতীয় স্তরে কেন্দ্রীয় সরকার তৈরি করব। তাতে সর্বভারতীয় ইস্যুও থাকবে''।
photos
TRENDING NOW
3/12
4/12
5/12
6/12
নারীদের ক্ষমতায়নে বিশেষ নজর দেব। গতবার ৩৫ শতাংশ নির্বাচিত মহিলা প্রতিনিধি ছিলেন। এবারও ৪০ শতাংশের বেশি মহিলা প্রার্থী। স্বাস্থ্যসাথী কার্ড করেছি মহিলার নামে। প্রচুর প্রকল্প রয়েছে মেয়েদের জন্য। কন্যাশ্রী প্রকল্প যুগান্তকারী। স্কুলছুটের সংখ্যা অনেক কমে গিয়েছে। সব মেয়েরাই কন্যাশ্রী। এখানে কোনও বাছাই নেই। নারীদের ক্ষমতায়নের দিকে বিশেষ নজর দেওয়া হবে।
7/12
8/12
9/12
10/12
ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি ও যোজনা কমিশনের চিন্তাভাবনা করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। মোদী ক্ষমতায় আসার পর সেটি তুলে দিয়েছেন। হঠাত্ করে রাতারাতি যোজনা কমিশন তুলে দেওয়া হল, কেন কে জানে? কয়েকজন লোক নিয়ে করে দিলেন নীতি আয়োগ। নীতি আয়োগে ভাষণ ছাড়া কিছু হয় না। রাজ্যের কথা বলার সুযোগ নেই। এটা ধ্বংসাত্নক। যোজনা কমিশন নতুন করে ফিরিয়ে আনব। যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আরও সমৃদ্ধ করতে পারি, সেই চেষ্টা করব।
11/12
12/12
photos