মোদীর সভার প্রস্তুতি সারা, ছাউনিতে ঢাকা ব্রিগেড ভরানোর চ্যালেঞ্জ বিজেপির সামনে

Apr 02, 2019, 17:56 PM IST
1/6

ছবি - অঞ্জন রায়

মোদীর সভা ঘিরে গেরুয়া রঙে সাজল ব্রিগেড। কর্মী-সমর্থকদের চৈত্রের দাবদাহ থেকে বাঁচাতে লাগল বিশাল ছাউনি। বুধবার প্রথম ছাউনি ঢাকা ব্রিগেড দেখবেন রাজ্যবাসী। তার আগে ব্রিগেড সাজের এক ঝলক রইল আপনার জন্য।

2/6

বুধবার দুপুর ১টায় শিলিগুড়িতে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিকেল পৌনে চারটেয় পৌঁছবেন দমদম বিমানবন্দরে। সেখান থেকে বিকেল ৪টেয় পৌঁছবেন ব্রিগেডে।

3/6

মোদীকে স্বাগত জানাতে ইতিমধ্যে গেরুয়া পতাকা ও কাটআউটে সেজেছে ব্রিগেড ময়দান। এই প্রথম ব্রিগেডে বসানো হয়েছে ছাউনি। প্রায় ২৫ লক্ষ বর্গফুট জায়গা অ্যালুমিনিয়ামের ছাউনিতে ঢেকেছে বিজেপি।   

4/6

তবে গোটা ব্রিগেড ময়দানের তুলনায় ছাউনিতে ঢাকা অংশ ভগ্নাংশমাত্র। তবে বিজেপির দাবি, কর্মী সমর্থকদের কথা মাথায় রেখেই ব্রিগেড ছাউনিতে ঢেকেছে তারা। 

5/6

লোকসভা নির্বাচনের আগে গত ১৯ জানুয়ারি ব্রিগেড সমাবেশে গোটা দেশের বিরোধী নেতাদের মিলনক্ষেত্রে পরিণত করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার পর বামেদের ব্রিগেডেও জনপ্লাবন নামে ব্রিগেড ময়দানে। ভরা চৈত্রে বিজেপি ব্রিগেড ভরাতে পারে কি না সেদিকেই তাকিয়ে সবাই। 

6/6