ঠা ঠা রোদে খাঁ খাঁ মাঠ, শান্তনুর সভায় ভাষণের আগে ধমক দিলেন ক্ষুব্ধ অমিত!

May 01, 2019, 18:37 PM IST
1/10

অঞ্জন রায়: ঠা ঠা রোদে খাঁ খাঁ করছে মাঠ। মেরেকেটে তিনশো থেকে চারশো লোক। হ্যাঁ, কল্যাণীর মাঠে অমিত যখন ভাষণ দিচ্ছিলেন, তখন গোটা মাঠই কার্যত খালি।   

2/10

কল্যাণীতে অমিতের আগে বনগাঁ কেন্দ্রেই শান্তনু ঠাকুরের সমর্থনে প্রচার করেছিলেন যোগী আদিত্যনাথ। ওই সভাতেও মাঠ ভরেনি। এমনকি প্রার্থী শান্তনু ঠাকুরও যোগ দেননি। পরে জানান, অসুস্থতার কারণে আসতে পারেননি।

3/10

বিজেপি সূত্রের খবর, টাকাপয়সা নিয়ে মতানৈক্যের কারণেই শান্তনু গরহাজির ছিলেন। পরে অবশ্য ফেসবুক লাইভে সংবাদ মাধ্যমকে কাঠগড়ায় তুলে বনগাঁর বিজেপি প্রার্থী দাবি করেন, অমিতের সভায় ৪ লক্ষ লোক আনবেন।

4/10

৪ লক্ষ লোক তো দূর, অমিত সভায় এসে গিয়েছেন, তখনও মাঠ মাঠ ধূ ধূ করছে। হাতে গোনা লোক দাঁড়িয়ে। মেরেকেটে চারশো। 

5/10

ফাঁকা মাঠের কথা জানতে পেরে খানিকটা দেরিও করলেন অমিত শাহ। কিন্তু তাতেও  ভরাতে পারেনি বিজেপি নেতৃত্ব।

6/10

বাংলায় ২৩টি আসন জয়ের লক্ষ্য নিয়েছে বিজেপি। তার মধ্যে বনগাঁ আসনটি রয়েছে বলে খবর। কিন্তু সেই বনগাঁতেই পরপর যোগী-শাহের দুটি সভায় মাঠ থেকে গেল খালি।   

7/10

অতিসম্প্রতি পূর্ব বর্ধমানে অমিত শাহের সভাতেও তেমন লোক আনতে পারেনি নেতৃত্ব। কিন্তু তা বলে এতটা কম! বিরোধীরা বলছেন, মাঠে স্থানীয় ক্লাবের ক্রিকেট খেলা হলেও এর চেয়ে বেশি দর্শক  হয়। 

8/10

সভায় গুটি কয়েক লোক দেখে দৃশ্যতই রেগে যান অমিত শাহ। আর সেটা অনুধাবন করে কাঁচুমাচু মুখ করে বসছিলেন নেতারা। 

9/10

সূত্রের খবর, রাজ্য নেতাদের ধমক দিয়েছেন অমিত শাহ। কিন্তু প্রশ্ন হল, প্রার্থী শান্তনু ঠাকুর যে ৪ লক্ষ লোক আনার দাবি করছিলেন, তার কী হল? 

10/10

বিজেপি নেতারা অবশ্য ব্যাখ্যা দিয়েছেন, তৃণমূলের ভয়ে সমর্থকরা আসতে পারেননি। বাস আটকে দেওয়া হয়েছিল। কিন্তু তাতে অবশ্য আমল দেননি অমিত শাহ।