ঘুম ছুটিয়ে গিয়েছিল দুষ্টু চিতাবাঘ। আতঙ্কে কাটাচ্চিলেন মালবাজার মহকুমার নাগেশ্বরী চা বাগানের মানুষজন। শেষপর্যন্ত রবিবার রাত নাগেশ্বরী চা বাগানের ১২ নম্বর সেকশনে খাঁচা পাতে বন দফতর। আর রাতেই চিন এসে পড়ে গেল খাঁচায়। -তথ্য ও ছবি-অরূপ বসাক
2/5
জানা গিয়েছে বেশ কিছুদিন ধরে এই চাবাগানে চিতাবাঘের উৎপাত বেড়ে গিয়েছিল। সন্ধ্যা নেমে এলেই শ্রমিক মহল্লায় ঢুকে চিতাবাঘ হাস, মুরগি, ছাগল তুলে নিয়ে যেত।
photos
TRENDING NOW
3/5
এমনকি চা বাগানে কাজ করতে গেলে মাঝেমধ্যে শ্রমিকদের দিকে তেড়ে আসত চিতাবাঘ। এরপরই চিতাবাঘটিকে ধরতে দুদিন আগে চাবাগানের ১২ নাম্বার সেকশনে ছাগলের টোপ দিয়ে রেখেছিল বন দপ্তর ।
4/5
রবিবার রাত ১০ টা নাগাদ এলাকার কিছু শ্রমিকেরা দেখে খাচায় আটকে পড়েছে একটি চিতাবাঘ।
5/5
খবর দেওয়া হয় খুনিয়া রেঞ্জের বন কর্মীদের। খবর পেয়ে বনকর্মিরা এসে রাতেই চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যায়। এতেই স্বস্তি পায় এলাকাবাসী।