Lunar Eclipse: ১০০ বছর পর দোলে চন্দ্রগ্রহণ! কী কী বিষয় মাথায় রাখবেন...
Mar 25, 2024, 12:53 PM IST
1/6
চন্দ্রগ্রহণ ২০২৪
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ১০০ বছর পর দোলে চন্দ্রগ্রহণ! চাঁদ, পৃথিবী, সূর্য প্রায় একই সরলরেখায় থাকায়, সূর্যের আলো চাঁদের পিঠে পড়ার ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হবে পৃথিবী দ্বারা। পৃথিবীর ছায়ায় চলে যাবে চাঁদ। তৈরি হবে আংশিক চন্দ্রগ্রহণের পরিস্থিতি।
2/6
চন্দ্রগ্রহণ ২০২৪
এই চন্দ্রগ্রহণ দেখার জন্য সঠিক চোখের সুরক্ষা ব্যবহার করুন। কারণ সৌরগ্রহণের মত চন্দ্রগ্রহণও খালি চোখে দেখলে চোখ খারাপ হতে পারে।
photos
TRENDING NOW
3/6
চন্দ্রগ্রহণ ২০২৪
খোলা জায়গায় দাঁড়িয়ে গ্রহণ দেখুন। ফাঁকা জায়গায় দিগন্তরেখা বরাবার এই গ্রহণ ভালো দেখা যাবে।
4/6
চন্দ্রগ্রহণ ২০২৪
পরিষ্কার আকাশে ভালো গ্রহণ দেখা যাবে। তাই সেইমতো জায়গা নির্বাচন করুন।
5/6
চন্দ্রগ্রহণ ২০২৪
বাইনোকুলার বা টেলিস্কোপ দিয়ে ভালো গ্রহণ দেখা যাবে।
6/6
চন্দ্রগ্রহণ ২০২৪
মহাজাগতিক ঘটনা দেখার জন্য আপনাকে একটু ধৈর্য ধরে অপেক্ষা করতেই হবে।