Kshirgram Jogadya Temple: হনুমানই পাতাল থেকে দেবীকে নিয়ে এসেছিলেন বাংলার এই গ্রামে...
Kshirgram Jogadya Temple Katwa: বাংলার সতীপীঠ গুলির মধ্যে অন্যতম সতীপীঠ এই ক্ষীরগ্রামের যোগাদ্যা সতীপীঠ। আর কয়েক দিন পর গ্রামের অধিষ্ঠাত্রী দেবীর পুজো। সেই উপলক্ষে নতুন করে সেজে উঠেছে মা যোগাদ্যার মন্দির। সাজোসাজো রব পড়ে গিয়েছে এলাকায়।
সন্দীপ ঘোষচৌধুরী: আর মাত্র কয়েকদিন, তার পরেই প্রত্যেক বছরের মতো এ বছরও বৈশাখ সংক্রান্তির দিন মঙ্গলকোটের ক্ষীরগ্রামের অনুষ্ঠিত হবে দেবী যোগাদ্যার পুজো। এ বছর দিনটি পড়েছে ১৫ মে, সোমবার-- ওই দিনই বৈশাখ সংক্রান্তি, অর্থাৎ, ৩১ বৈশাখ। এই পুজোকে কেন্দ্র করে এখানে বসবে মেলা। মা যোগাদ্যার পুজো সুষ্ঠ ভাবে সম্পন্ন করার জন্য প্রশাসন সর্বদা তৎপর থাকে। মেলায় ও পুজোয় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে লক্ষ্য রাখার জন্য বিশাল পুলিস বাহিনী মোতায়েন করা হয়। গ্রামের অধিষ্ঠাত্রী দেবীর পুজো উপলক্ষে এবার নতুন করে সেজে উঠেছে মা যোগাদ্যার মন্দির। (ছবি: সন্দীপ ঘোষচৌধুরী)