Faizabad| Ayodhya: অযোধ্যাতে ডুবেছে বিজেপির তরী, জেনে নিন এই ৫ কারণ
Faizabad| Ayodhya: অযোধ্যায় যা কিছু উন্নয়ণ হয়েছে তা বাইরের লোকের জন্য। এলাকার মানুষের ঘর ভেঙেছে, দোকান ভেঙেছে। এতেই ক্ষোভ ছিল মানুষের
1/6
রাম মন্দির
2/6
লালু সিং
অযোধ্যায় বিজেপি প্রার্থী ছিলেন লাল্লু সিং। অন্যদিকে সমাজবাদী পার্টির তরফে প্রার্থী ছিলেন অবধেশ প্রসাদ। ৫ বারের বিধায়ক। দলিত। অযোধ্যার ভোটারদের এক বড় অংশ দলিত। সপা এলাকার দলিত মানুষজনকে বোঝাতে পেরেছিল এলাকার ছোট দোকান, ছোট ব্যবসায়ী, ছোটে হাটেল সবাই ধুঁকছে অযোধ্যায় উন্নয়ণের নামে যেভাবে বড় ব্যবসায়ীদের ঢুকিয়ে দেওয়া হয়েছে।
photos
TRENDING NOW
3/6
আসল দাবিই পিছিয়ে
4/6
এলাকার মানুষের হতাশা
5/6
মানুষের ক্ষোভ
6/6
প্রতিষ্ঠান বিরোধী হাওয়া
বিজেপি প্রার্থী লাল্লু সিংয়ের বিরুদ্ধে একটি প্রতিষ্ঠান বিরোধী হাওয়া প্রবল ছিল। পাঁচ বারের বিধায়ক ছিলেন কিন্তু এলাকার উন্নয়নে তিনি কিছুই করেননি বলে দাবি অনেকের। যা কিছু হয়েছে তা বাইরের লোকদের জন্য। লাল্লু সিং বলে বেড়াতেন েদশের সংবিধান বদল করার জন্য ৪০০ আসন চাই। এমন কথা ভালো ভাবে নেয়নি সাধারণ মানুষ।
photos