Faizabad| Ayodhya: অযোধ্যাতে ডুবেছে বিজেপির তরী, জেনে নিন এই ৫ কারণ

Faizabad| Ayodhya: অযোধ্যায় যা কিছু উন্নয়ণ হয়েছে তা বাইরের লোকের জন্য। এলাকার মানুষের ঘর ভেঙেছে, দোকান ভেঙেছে। এতেই ক্ষোভ ছিল মানুষের

Jun 06, 2024, 10:34 AM IST
1/6

রাম মন্দির

রাম মন্দির

অযোধ্যায় যে রামমন্দির নিয়ে বিজেপির এত হইচই সেই অযোধ্যা যে লোকসভা আসনেই সেই ফৈজাবাদেই তরী ডুবেছে বিজেপির। ওই আসনে সমাদবাদী পার্টির অবধেশ প্রসাদ জিতেছেন ৫৪,৫৬৭ ভোটে। আর রাজ্যে বিজেপি পেয়েছে মাত্র ৩৩  আসন। ফলাফল বেরিয়ে যাওয়ার পর বিজেপির এই বার নিয়ে কাটাছেঁড়া হচ্ছে বিস্তর। উঠে আসছে নানা কারণ।

2/6

লালু সিং

লালু সিং

অযোধ্যায় বিজেপি প্রার্থী ছিলেন লাল্লু সিং। অন্যদিকে সমাজবাদী পার্টির তরফে প্রার্থী ছিলেন অবধেশ প্রসাদ। ৫ বারের বিধায়ক। দলিত। অযোধ্যার ভোটারদের এক বড় অংশ দলিত। সপা এলাকার দলিত মানুষজনকে বোঝাতে পেরেছিল এলাকার ছোট দোকান, ছোট ব্যবসায়ী, ছোটে হাটেল সবাই ধুঁকছে অযোধ্যায় উন্নয়ণের নামে যেভাবে বড় ব্যবসায়ীদের ঢুকিয়ে দেওয়া হয়েছে।

3/6

আসল দাবিই পিছিয়ে

আসল দাবিই পিছিয়ে

অযোধ্যায় রাম মন্দিরকে নিয়েই মেতেছিল সরকার। ফলে অবহেলা করা হয়েছে গোটা ফৈজাবাদকে। সাধারণ মানুষজন যখন একটা ঘর চাইছে, কাজ চাইছে সেই সময় যোগী সরকারের মুখে ছিল অযোধ্য়ার উন্নয়ন। যারা জীবনের সব আয় মন্দির তৈরিতে দিয়ে দিয়েছেন তাদেরকেও মনে রাখেনি সরকার।  

4/6

এলাকার মানুষের হতাশা

এলাকার মানুষের হতাশা

রাম মন্দির নির্মাণে তিরিশ বছর কেটে গিয়েছে মামলা মোকদ্দনমা করতে। তারপর মামলায় জয় হয়েছে মন্দির পক্ষের। কিন্তু মন্দিরের নামে যে রাজনীতি হয়েছে তা মেনে নিতে পারেনি সাধারণ মানুষ। তারা দেখেছে রাজনীতি হয়েছে কিন্তু তাদের উন্নতি হয়নি।

5/6

মানুষের ক্ষোভ

মানুষের ক্ষোভ

মন্দির নির্মাণ হয়েছে অযোধ্যায়। তার প্রচার হয়েছে বিশাল। মন্দির শুধু নয়, অযোধ্যাকে পর্যটন কেন্দ্র হিসেবেও গড়ে তুলেছে যোগী সরকার। তার জন্য ভাঙা হয়েছে প্রচুর বাড়ি, দোকান এমনকি মন্দিরও। এতে মানুষ বাসস্থান হারিয়েছে, রুটিরুজি হারিয়েছে। তাদের সেভাবে সুরাহা করতে পারেনি সরকার।

6/6

প্রতিষ্ঠান বিরোধী হাওয়া

প্রতিষ্ঠান বিরোধী হাওয়া

বিজেপি প্রার্থী লাল্লু সিংয়ের বিরুদ্ধে একটি প্রতিষ্ঠান বিরোধী হাওয়া প্রবল ছিল। পাঁচ বারের বিধায়ক ছিলেন কিন্তু এলাকার উন্নয়নে তিনি কিছুই করেননি বলে দাবি অনেকের। যা কিছু হয়েছে তা বাইরের লোকদের জন্য। লাল্লু সিং বলে বেড়াতেন েদশের সংবিধান বদল করার জন্য ৪০০ আসন চাই। এমন কথা ভালো ভাবে নেয়নি সাধারণ মানুষ।