Kojagari Puja 2024: ১৬ নাকি ১৭ অক্টোবর? পঞ্জিকা মতে কোজাগরী লক্ষ্মীপুজো কবে? জানুন...

Kojagari Lakshmi Puja 2024: ১৬ এবং ১৭ অক্টোবর বাংলার ঘরে ঘরে পূজিতা হবেন কোজাগরী লক্ষ্মী। গৃহস্থের সম্পদ, সৌভাগ্য এবং সৌন্দর্যের দেবীর আরাধনা হয়। 

Oct 14, 2024, 16:19 PM IST
1/6

কোজাগরী লক্ষ্মী পুজো

Kojagari Lakshmi Puja 2024

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বুধবার নাকি বৃহস্পতিবার! কোজাগরী পূর্ণিমা তিথি এবার কবে? কোজাগরী পূর্ণিমায় মূলত রাত জেগে দেবী আরাধনার চল রয়েছে। তিথি অনুযায়ী কখন করা যাবে লক্ষ্মীপুজো, দেখে নিন একনজরে।

2/6

কোজাগরী লক্ষ্মী পুজো

Kojagari Lakshmi Puja 2024

এবারের পুজো নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। ১৬ এবং ১৭ অক্টোবর দুই দিনই পুজো হবে। গুপ্তপ্রেস পঞ্জিকা মতে, বুধবার সন্ধে ৭.৪২ মিনিট ৩৭ সেকেন্ডে কোজাগরী পূর্ণিমা তিথি শুরু। 

3/6

কোজাগরী লক্ষ্মী পুজো

Kojagari Lakshmi Puja 2024

আবার বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে, বুধবার রাত ৮টা ৪১ মিনিটে কোজাগরী পূর্ণিমা তিথি শুরু। বৃহস্পতিবার বিকেল ৪টে ৫৬ মিনিটে পূর্ণিমা তিথি শেষ। 

4/6

কোজাগরী লক্ষ্মী পুজো

Kojagari Lakshmi Puja 2024

প্রতি বছর আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মী পুজো হয়। এবার কোজাগরী পূর্ণিমা পড়েছে ১৬ অক্টোবর রাত ৮.৪৫ মিনিটে আর পূর্ণিমা ছাড়বে ১৭ অক্টোবর ৪.৫০ মিনিটে। 

5/6

কোজাগরী লক্ষ্মী পুজো

Kojagari Lakshmi Puja 2024

পূরাণ মতে, কোজাগরী শব্দটি এসেছে ‘কো জাগর্তি’ থেকে, যার অর্থ ‘কে জেগে আছো’। কথিত, লক্ষ্মীমাতা এই রাতে পরিক্রমা করেন এবং দেখেন কারা জেগে আছে। 

6/6

কোজাগরী লক্ষ্মী পুজো

Kojagari Lakshmi Puja 2024

অনেকে আবার বলেন, কোজাগরী পূর্ণিমা রাতে যে জেগে থাকেন এবং পাশাখেলা করেন তাঁকে মা লক্ষ্মী ধনসম্পত্তি দান করেন।