King Charles III: কলকাতায় এসে বৃক্ষরোপণ করে গিয়েছেন প্রিন্স চার্লস, কোথায় জানেন?
King Charles III: সেই অনুষঙ্গে সেদিনের স্মৃতি রোমন্থন করছেন ডানলপের সেই সময়ের শ্রমিক ও এলাকাবাসীরা। তাঁরা দেখেছিলেন প্রিন্স চার্লস হুডখোলা গাড়িতে ডানলপ এস্টেটে এলেন। নিজের হাতে গাছ লাগালেন। প্রিন্সকে দেখতে সেদিন কাতারে কাতারে মানুষ জড়ো হয়েছিলেন ডানলপ কারখানায়।
বিধান সরকার: পূর্বসূরিরা ভারত ছেড়ে চলে যাওয়ার পরের বছর তার জন্ম তাই ব্রিটিশ শাসিত ভারত দেখেননি প্রিন্স চার্লস। পরবর্তী সময়ে একাধিকবার তিনি ভারতে এসেছেন। কখনো তাঁর মা ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে, কখনো তাঁর প্রথম স্ত্রী ডায়ানার সঙ্গে। কলকাতায় এসে হুগলির সাহাগঞ্জে ডানলপ কারখানাতেও গিয়েছিলেন যুবরাজ চার্লস। মায়ের মৃত্যুর পরে যুবরাজ চার্লস ব্রিটেনের রাজা হয়েছেন। সেই অনুষঙ্গে সেদিনের স্মৃতি রোমন্থন করছেন ডানলপের সেই সময়ের শ্রমিক ও এলাকাবাসীরা। তাঁরা দেখেছিলেন প্রিন্স চার্লস হুডখোলা গাড়িতে ডানলপ এস্টেটে এলেন। নিজের হাতে গাছ লাগালেন। প্রিন্সকে দেখতে সেদিন কাতারে কাতারে মানুষ জড়ো হয়েছিলেন ডানলপ কারখানায়। তিল ধারনের জায়গা ছিল না রাস্তার দু'ধারে। জিটি রোড থেকে ডানলপের পশ্চিম দিক দিয়ে ডানলপ এস্টেটের ভিতরে ঢোকার রাস্তা সুন্দর করে সাজানো হয়েছিল। সাজানো হয়েছিল ডানলপ কারখানা চত্বর। মনে আছে, সেদিন শুধু প্রিন্স চার্লসকে দেখতে জনতার সে কী উন্মাদনা!