1/9
কেরল আপডেট:
বিরাম নেই বৃষ্টির। বানভাসি কেরলের মৃতের সংখ্যা বাড়ছে তড়তড়িয়ে। কয়েকটি জেলা বাদে প্রায় সব এলাকা ডুবে গিয়েছে জলের তলায়। কয়েক লক্ষ কেরলবাসী ঘরছাড়া। শরণার্থী শিবিরে যাঁদের এখনও ঠাঁই হয়নি, মন্দির, মসজিদ কিংবা উঁচু ভবনের ছাদে খোলা আকাশের নীচে রাত কাটাচ্ছেন তাঁরা। এক নজরে জেনে নেওয়া যাক, এই মুহূর্তের কেরলের পরিস্থিতি:
2/9
কেরল আপডেট:
photos
TRENDING NOW
3/9
কেরল আপডেট:
4/9
কেরল আপডেট:
5/9
কেরল আপডেট:
কেরলে যুদ্ধকালীন পরিস্থিতে উদ্ধারকাজ চালাচ্ছে ভারতীয় সেনা, নৌসেনা, বায়ুসেনা এবং উপকূল রক্ষী বাহিনী। এক সঙ্গে ৩৮টি হেলকপ্টার কাজ করে চলেছে। সেনার ১০ কলাম পাঠানো হয়েছে কেরলে। মোতায়েন করা হয়েছে ৭৯০জনের ইঞ্জিনিয়ারিং স্টাক ফোর্স। নৌসেনার ৮২টি দল কাজ করছে। উদ্ধার কাজে নামানো হয়েছে উপকূলরক্ষী বাহিনীর ৪২টি দলকে।
6/9
কেরল আপডেট:
7/9
কেরল আপডেট:
8/9
কেরল আপডেট:
9/9
কেরল আপডেট:
photos