কেরলের হাতি নৃশংসতায় মূল অভিযুক্ত ৩, রেওয়াত করা হবে না, জানালেন মুখ্যমন্ত্রী

Jun 04, 2020, 18:41 PM IST
1/5

কেরলের পাল্লাকড়ে অন্তঃসত্ত্বা হাতিকে নৃশংসভাবে আহত ও খুন করার ঘটনায় মূল অভিযুক্ত ৩। তাদের ঘিরেই আপাতত তদন্ত চলছে। জানালেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। 

2/5

তদন্তে কোনও ঢিলেমি নয়। "দোষীদের কড়া শাস্তি দিতে যা করণীয় করা হবে", সাফ জানিয়ে দিলেন কেরলের মুখ্যমন্ত্রী। 

3/5

তদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করেছেন কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী প্রকাশ জাভড়েকর। ঘটনায় ক্রোধ ও শোক প্রকাশ করে তিনি বলেছেন ,"বন্য প্রাণীকে বাজি খাইয়ে নৃশংস হত্যা আমাদের সংস্কৃতি নয়। তদন্তের পর দোষীদের কঠোর শাস্তি দেওয়া হবে।"

4/5

অন্যদিকে সোশ্যাল মিডিয়া ও একাধিক সংবাদসংস্থা সূত্রে হাতিটি বুনো শুয়োর হত্যা করার ফাঁদ হিসাবে রাখা বাজি-ভর্তি আনারস খেয়েছে বলেও অনুমান করা হচ্ছে। তবে, সে ক্ষেত্রেও বিপদজনক ও নির্মম এই ফাঁদ পাতা ব্যক্তিদের দায়িত্বজ্ঞান নিয়ে প্রশ্ন থেকেই যায়।

5/5

খুনিদের শাস্তি চাই- দাবি উঠেছে দেশজুড়ে। কেরলের বন দফতরের তরফে আশ্বাস দেওয়া হয়েছে যে তদন্তে কোনও ফাঁক রাখা হবে না। অভিযুক্তদের দোষ প্রমাণিত হলে কড়া শাস্তি দেওয়া হবে।