চোট, করোনা পরবর্তী সময়ে মেসির মাঠে ফেরা অনিশ্চিত

Jun 04, 2020, 18:19 PM IST
1/5

মারণ ভাইরাসের কারণে আড়াই মাসেরও বেশি সময় বন্ধ ছিল স্প্যানিশ লিগ। লা লিগা কর্তৃপক্ষ রবিবারই স্প্যানিশ লিগের নতুন সূচি ঘোষণা করে দিয়েছে।

2/5

মেসি ম্যাজিক দেখার কাউন্টডাউন শুরু করে দিয়েছিলেন অনেকেই। কারণ করোনা পরবর্তী সময়ে ১৩ জুন ফুটবল মাঠে ফেরার কথা ছিল এলএমটেন-এর। সেদিন অ্যাওয়ে ম্যাচে রিয়েল মায়োরকার মুখোমুখি হবে বার্সেলোনা।  

3/5

করোনা পরবর্তী সময়ে মায়োরকার বিরুদ্ধে মেসির মাঠে ফেরা অনিশ্চিত। বার্সেলোনার অনুশীলনে পায়ে চোট পেয়েছেন এলএমটেন।

4/5

বুধবার দলের সবাই যখন অনুশীলন করেন, তখন জিমে বসেছিলেন মেসি। ডান পায়ের পেশিতে চোট পেয়েছেন তিনি। এমআরআই করানো হয়েছে মেসির।

5/5

MRI রিপোর্টে পেশিতে হালকা চিড় ধরেছে বলে জানা যাচ্ছে। তাই মেসিকে নিয়ে কোনও রকম ঝুঁকি নিতে রাজি নয় বার্সা কর্তৃপক্ষ। পুনরায় শুরু হওয়া লা লিগায় আগামী পাঁচ সপ্তাহের মধ্যে ১১টা ম্যাচ খেলতে হবে লিগ শীর্ষে থাকা বার্সেলোনাকে।