এই শতাব্দিতে কোনও ক্যারিবিয়ান পারেননি! কেমার রোচ সেই রেকর্ড পকেটে রাখলেন

Jul 25, 2020, 23:38 PM IST
1/5

চলতি শতাব্দীতে কোনও ক্যারিবিয়ান এই রেকর্ড এখনো পর্যন্ত করতে পারেননি। সেই রেকর্ড এবার পকেটে পুরে ফেললেন ওয়েস্ট ইন্ডিজের কেমার রোচ। 

2/5

২০০০ সালের পর আর কোনও ক্যারিবিয়ান টেস্ট ক্রিকেটে ২০০ উইকেট শিকারের রেকর্ড গড়তে পারেননি। রোচ সেই রেকর্ড করলেন ইংল্যান্ডের বিরুদ্ধে। 

3/5

১৯৯৪ সালে শেষবার ক্যারিবিয়ান বোলার হিসাবে কার্চলি অ্যামব্রোস টেস্টে ২০০ উইকেটের মালিক হয়েছিলেন। ২৬ বছর পর এই রেকর্ড করলেন রোচ। অ্যামব্রোস অবশ্য কেরিয়ার শেষ করেছিলেন টেস্টে ৪০০ উইকেট শিকার করে। 

4/5

ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্রাফোর্ডে নামের পাশে ১৯৯ উইকেট নিয়ে নেমেছিলেন রোচ। সিরিজের তৃতীয় তথা শেষ টেস্টের দ্বিতীয় দিন ক্রিস ওকসকে ফিরিয়ে ২০০ উইকেটের মালিক হন। কার্টলি অ্যামব্রোস এদিন রোচকে অভিনন্দন জানিয়েছেন। তিনি রোচের কাছে অন্তত ৩০০ উইকেট শিকারের আবদার করেছেন।

5/5

ওয়েস্ট ইন্ডিজের জার্সি গায়ে টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারি কোর্টনি ওয়ালশ। ১৩২ ম্যাচে নিয়েছিলেন ৫১৯ উইকেট। তারপর কার্টলি অ্যামব্রোস। ৯৮ ম্যাচে ৪০৫ উইকেট। তিন নম্বরে ম্যালকম মার্শাল। ৮১ ম্যাচে ৩৭৬ উইকেট। চারে স্পিনার ল্যান্স গিবস ৭৯ ম্যাচে ৩০৯ উইকেট। এছাড়াও ২০০-র ঘরে আছেন জোয়েল গার্নার, মাইকেল হোল্ডিং, গ্যারি সোবার্স ও অ্যান্ডি রবার্টস। এবার এই তালিকায় ঢুকে পড়লেন কেমার রোচ।