Kedarnath Cloudburst Updates: কেদারনাথে কেন বারবার এই ভয়ংকর অভিশাপ নেমে আসে? জানুন রহস্য...
Kedarnath Cloudburst Updates: পথের কোথাও না কোথাও পাহাড় থেকে বোল্ডার নেমে আসায় প্রচুর তীর্থযাত্রী আটকে পড়েছেন। ভয়াবহ অবস্থা। একদিকে অনর্গল বর্ষা, অন্যদিকে বিপদসংকুল পথ। নিরাপদে কোদারদর্শন যেন দুঃস্বপ্ন!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ওদিকে ঈশ্বরের আপন দেশ কেরালায় বড় মাপের বিপর্যয়! লাফিয়ে বাড়ছে মৃত্যু। এদিকে কেদারেও প্রকৃতির ধ্বংসলীলা, মৃত্যু। কেদারমুখী প্রায় ৫০০ তীর্থযাত্রী ভীমবলির কাছে আটকে পড়েছেন। কেননা, গৌরীকুণ্ড-কেদারনাথ ট্রেকরুটের দীর্ঘ অংশের মধ্যে প্রায় ২০-২৫ মিটারের একটা স্ট্রেচ পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গিয়েছে! এছাড়াও বাকি পথটার কোথাও না কোথাও পাহাড় থেকে বোল্ডার নেমে আসায় প্রচুর তীর্থযাত্রী আটকে পড়েছেন। ভয়াবহ অবস্থা। একদিকে অনর্গল বর্ষা, এদিকে পথ বিপদসংকুল। নিরাপদে কোদারদর্শন যেন দুঃস্বপ্ন!
1/6
পথে-পথে পাথর ছড়ানো
photos
TRENDING NOW
3/6
রোষানলে কেদারভূমি
4/6
স্বয়ং ভৈরব
5/6
অনাচার?
6/6
বারবার বিপর্যয়
প্রকৃতি কেদারনাথের সঙ্গে ২০১৩ সালের জুনেও ভয়ানক খেলা খেলেছিল। ক্লাউডবার্স্ট ও ল্যান্ডস্লাইডের জেরে শোনপ্রয়াগ থেকে কেদারনাথ প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছিল। সরকারি নথি অনুযায়ী, ১৯৭ জন নিহত, ২৩৬ জন আহত এবং ৪০২১ জন নিখোঁজ হয়েছিলেন সেবার। আকস্মিক বন্যা উত্তরাখণ্ডের পাঁচ জেলাকে প্রভাবিত করেছিল-- মোট ২১১৯ টি বাড়ি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেবার 'চোরাবারি তাল' ভেঙে যায় এবং মন্দাকিনী নদীতে ভয়ংকর স্রোত নামে! বন্যায় উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ এবং পশ্চিম নেপালের বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারী বৃষ্টিপাতের ফলে ব্যাপক আকস্মিক বন্যা এবং ভূমিধস হয়েছে যার ফলে বাসিন্দা এবং পর্যটকদের মৃত্যুর পাশাপাশি সম্পত্তির ব্যাপক ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কেদারনাথ উপত্যকায়। পুরনো নথি বলছে, এলাকাটিতে ১৮৯৩, ১৯৬৮ এবং ১৯৭০ সালেও একই ধরনের প্রাকৃতিক দুর্যোগ ঘটেছিল।
photos