Kaushambi-Adrit Mehendi: ‘রং ইশক কা’, আদৃতের নামে হাতজোড়া মেহেন্দি কৌশাম্বীর! আজই বিয়ের পিঁড়িতে 'দিদিয়া-ভাই'...

Kaushambi-Adrit Marriage: ছবি দেখে নিজেদের উত্তেজনা ধরে রাখতে পারছে না ‘আদৃশাম্বি’ জুটির ভক্তরা। শুভেচ্ছার বন্যায় ভাসছেন তারকা জুটি।  

| May 09, 2024, 15:55 PM IST
1/5

আজই বিয়ের পিঁড়িতে কৌশাম্বী-আদৃত

Kaushambi-Adrit Mehendi Aiburobhat Marriage

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নিন্দুকদের মুখে ছাই দিয়ে আজ বৃহস্পতিবারই বাজতে চলেছে বিয়ের সানাই। চার হাত এক হতে চলেছে কৌশাম্বি-আদৃতের।   

2/5

আজই বিয়ের পিঁড়িতে কৌশাম্বী-আদৃত

Kaushambi-Adrit Mehendi Aiburobhat Marriage

আর তার আগে বুধবার রাতে আইবুড়ো ভাত ও মেহেন্দির ছবি শেয়ার করলেন অভিনেত্রী। রাতে ইনস্টাগ্রাম স্টোরিতে আপলোড করেন মেহেন্দি পরা হাতের ছবি।   

3/5

আজই বিয়ের পিঁড়িতে কৌশাম্বী-আদৃত

Kaushambi-Adrit Mehendi Aiburobhat Marriage

কনুই অবধি মেহেন্দি পরেছেন দু-হাতে। ছবির ক্য়াপশনে লিখেছেন, ‘রং ইশক কা’! ওদিকে বুধবার দুপুরে সমস্ত নিয়ম মেনে খান আইবুড়ো ভাতও।   

4/5

আজই বিয়ের পিঁড়িতে কৌশাম্বী-আদৃত

Kaushambi-Adrit Mehendi Aiburobhat Marriage

সোনালি ব্লাউজের সঙ্গে গোলাপি  শাড়িতে সেজেছিলেন হবু কনে। সঙ্গে হাতে মানতাসা, গলায় ও কানে মুক্তোর গয়না। নাকে মহারাষ্ট্র স্টাইলের নথের সঙ্গে কোমরবন্ধও পরেছিলেন। 

5/5

আজই বিয়ের পিঁড়িতে কৌশাম্বী-আদৃত

Kaushambi-Adrit Mehendi Aiburobhat Marriage

মাথায় লাগিয়েছিলেন একটি ফুলের কাঁটাও। নেটিজেনরা বলছে, 'বিয়ের জল গায়ে পড়তেই রূপ যেন আরও খোলতাই!'