লকডাউনে আত্মজীবনী লিখছেন 'ঘরবন্দি' প্রাক্তন ক্রিকেটার

Apr 02, 2020, 19:32 PM IST
1/5

করোনার কারণে সাধারণ মানুষ থেকে সেলেব্রিটি, প্রত্যেকেই গৃহবন্দি। বন্দিদশায় কাটছে জীবন।

2/5

দেশ জুড়ে চলছে ২১ দিনের লকডাউন ... হোম কোয়ারেন্টাইনে সবাই কিছু না কিছু করে সময় কাটানোর চেষ্টা করছেন।

3/5

হাতে এখন অনেকটা সময়, অবসরে তাই আত্মজীবনী লেখা শুরু করলেন সদ্য রঞ্জি জয়ী সৌরাষ্ট্রের কোচ কারসন ঘাউড়ি।

4/5

আপাতত হাতে কলমেই লিখছেন কারসন ঘাউড়ি। লিখতে লিখতে বছর শেষ হয়ে যেতে পারে ।  ক্রিকেট জীবন থেকে কোচিং জীবন দুটোই থাকছে ঘাউড়ির আত্মজীবনীতে।

5/5

১৯৭৪ সালে টেস্ট অভিষেক হয় কারসন ঘাউড়ির। ৩৯ টি টেস্টে ১০৯টি উইকেট নিয়েছেন তিনি। খেলেছেন ১৯টি  ওয়ানডে ম্যাচ।