Shreyas Iyer | IPL 2025 Auction: দলহীন ট্রফিজয়ী অধিনায়ক, নিলামে ঝাঁপাবে ২ শহর! প্রাক নিলাম ভবিষ্যদ্বাণী কিংবদন্তির

Shreyas Iyer's New IPL 2025 Team: দুই দল ঝাঁপাবে শ্রেয়স আইয়ারকে নেওয়ার জন্য়! এখনই দেখতে পাচ্ছেন কিংবদন্তি সুনীল গাভাসকর

Nov 17, 2024, 21:01 PM IST
1/5

কেকেআরের ধরে রাখা ক্রিকেটারের তালিকা

Kolkata Knight Riders Retention List

গত ৩১ অক্টোবর ছিল আইপিএল রিটেনশনের ডেডলাইন। অর্থাত্‍ ওই দিনই বিকেলের ভিতর ১০ দল খেলোয়াড় ধরা-ছাড়ার তালিকা জমা দিয়েছে বিসিসিআই-কে। সেই মতোই কলকাতা নাইট রাইডার্সও আগামী মরসুমের ৬ ক্রিকেটারের নাম জানিয়ে দেয়! গতবারের ও মোট তিনবাররে চ্য়াম্পিয়ন শাহরুখের টিম রেখে দিয়েছে আন্দ্রে রাসেল, সুনীল নারিন, রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা ও রমনদীপ সিংকে। রাখা হয়েনি ট্রফিজয়ী অধিনায়ক শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer)! 

2/5

শ্রেয়স আইয়ারকে ধরে রাখেনি কেকেআর

KKR Did Not Retain Shreyas Iyer

শ্রেয়স গতবার কেকেআরকে আইপিএল ট্রফি জিতিয়ে ছিলেন! আর তাঁকেই বাদ দিয়ে দিল কেকেআর! শ্রেয়সকে আইপিএল রিটেনশিন লিস্টে না দেখে অনেকেই চমকে ছিলেন! প্রশ্ন উঠেছিল শ্রেয়স ছাড়লেন না কি তাঁকে ছাড়া হল? কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকর এবার বিরাট ভবিষ্যদ্বাণী করলেন। সাফ জানিয়ে দিলেন যে, কোন ২ শহর শ্রেয়সকে নিতে ঝাঁপাবে!

3/5

গাভাসকরের প্রাক নিলাম ভবিষ্যদ্বাণী

Sunil Gavaskar On Shreyas Iyer's New IPL Team

আইপিএলের সম্প্রচারকারী চ্য়ানেলে সানি বলেন, কেকেআর শেষবার আইপিএল জিতেছিল শ্রেয়স আইয়ারের নেতৃত্বে। যেমনটা আমি আগেই বলেছি ঋষভ পন্থের জন্যও! মাঝে মাঝে পারিশ্রমিক নিয়ে মতবিরোধ হতে পারে। যাই হোক আমার মনে হয় শ্রেয়সের নাম যখন নিলামে উঠবে, তখন কেকেআর ফের ওর সার্ভিস পাওয়ার জন্য় দর হাঁকবে। যদি কেকেআর শ্রেয়সকে না নেয়, তাহলে আমার মনে হয় দিল্লি নিশ্চিত ভাবে শ্রেয়সকে পেতে চাইবে। কারণ ঋষভ নেই ওদের টিমে। ফলে দিল্লির একজন অধিনায়কও প্রয়োজন। ওরা আরটিএম ব্য়বহার করবে। হতে পারে দিল্লি ফের একবার ঋষভকে নিতে দর দিতে পারে।'

4/5

শ্রেয়স আইয়ারের বিষয়ে কেকেআর সিইও যা বলেছিলেন...

Venky Mysore On Shreyas Iyer

কেকেআর সিইও ভেঙ্কি মাইসোর এক স্পোর্টস ওয়েবসাইটে দেওয়া সাক্ষাত্‍কারে বলেন, 'আমাদের রিটেনশন লিস্টে শ্রেয়স আইয়ার ছিল প্রথম নাম। তবে এই খেলোয়াড় ধরে রাখার প্রক্রিয়াটি কিন্তু একমুখী রাস্তা নয়। শুধু ফ্র্যাঞ্চাইজিরই ব্য়াপার নয়। এটাও দেখতে হয় যে, খেলোয়াড়ও চাইছে কিনা থেকে যেতে। যেহেতু শ্রেয়স আমাদের অধিনায়ক ছিলেন, সেহেতু তালিকায় প্রথম নাম ছিল ওঁরই। এই কারণেই তো ওকে আমরা ২০২২ সালে নিয়েছিলাম। প্রায়শই এমন কিছু ঘটে যা আপনার নিয়ন্ত্রণে থাকে না। যদি একজন তাঁর বাজারদর পরখ করতে চায় এবং তাহলে তার জন্য় নিলামই সেরা বাজার, তাকে সেই পথ বেছে নিতে দেওয়া সর্বদাই ন্যায্য। কেকেআর-সবসময় এটাই বিশ্বাস করেছে এবং খেলোয়াড়দের সমর্থন করেছে। ব্যক্তিগত পর্যায়ে, শ্রেয়াসের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। কিন্তু এটাও সত্যি যে তার সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা রয়েছে।'

5/5

কেকেআরে শ্রেয়স আইয়ারের মেয়াদ

Shreyas Iyer At KKR

গৌতম গম্ভীরের পর কেকেআরের দ্বিতীয় শিরোপা জয়ী অধিনায়কের নাম শ্রেয়স। আইপিএল ২০২৪-এ ১৪ ইনিংসে ৩৫১ রান করেছেন তিনি।  শ্রেয়সকে ২০২২ সালের নিলামে ১২.২৫ কোটি টাকায় কেকেআর নিয়েছিল। শ্রেয়স নিজেকে নিলামে তুলছেন। নেতৃত্বের পাশাপাশি, শ্রেয়স একজন দক্ষ মিডল অর্ডার ব্যাটার এবং গেম-চেঞ্জার।