কার্গিল বিজয় দিবস উপলক্ষে ফুটবলে মাতলেন আর্মি ও বলি তারকারা

Jul 27, 2019, 14:47 PM IST
1/6

ফুটবলে মাতলেন আর্মি ও বলি তারকারা

ফুটবলে মাতলেন আর্মি ও বলি তারকারা

শুক্রবার সন্ধ্যায় কার্গিল বিজয় দিবস উপলক্ষে 'অল স্টারস ফুটবল ক্লাব' ও 'আর্মি অ্যান্ড নেভী স্টারস'-এর মধ্যে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। অল স্টারস ক্লাবের সদস্য হিসেবে এদিন খেলতে নামেন অভিষেক বচ্চন, রণবীর কাপুর, অর্জুন কাপুর, ঈশান খট্টর, অপারশক্তি খুরানা সহ আরও অনেক তারকা। (ছবি:যোগেন শাহ)

2/6

ফুটবলে মাতলেন আর্মি ও বলি তারকারা

ফুটবলে মাতলেন আর্মি ও বলি তারকারা

অভিষেক বচ্চন ফুটবলের বড় ভক্ত। নিয়মিত অল স্টারস টিমের হয়ে ফুটবল খেলেন তিনি। এর আগে দলের অধিনায়কও ছিলেন অভিষেক। (ছবি:যোগেন শাহ)

3/6

ফুটবলে মাতলেন আর্মি ও বলি তারকারা

ফুটবলে মাতলেন আর্মি ও বলি তারকারা

অভিষেকের মতো রণবীর ও অর্জুনও ফুটবল ভক্ত। ক্লাবের হয়ে প্রায়ই ফুটবল খেলেন তাঁরা। (ছবি:যোগেন শাহ)

4/6

ফুটবলে মাতলেন আর্মি ও বলি তারকারা

ফুটবলে মাতলেন আর্মি ও বলি তারকারা

প্রচণ্ড বৃষ্টি হওয়া সত্ত্বেও খেলা চালিয়ে যায় দুই দল। এভাবেই কার্গিল বিজয় দিবস পালন করা হয়। (ছবি:যোগেন শাহ)  

5/6

ফুটবলে মাতলেন আর্মি ও বলি তারকারা

ফুটবলে মাতলেন আর্মি ও বলি তারকারা

সম্প্রতি অল স্টারস ক্লাবে যোগ দিয়েছেন 'ধড়ক' অভিনেতা ঈশান খট্টর। প্রতি সপ্তাহেই তাঁদের সঙ্গে ফুটবল খেলেন তিনি। (ছবি:যোগেন শাহ)

6/6

ফুটবলে মাতলেন আর্মি ও বলি তারকারা

ফুটবলে মাতলেন আর্মি ও বলি তারকারা

খেলার শেষে বিজেতা হয় আর্মি অ্যান্ড নেভী ক্লাব। একসঙ্গে ছবিও তোলে দুই দল। (ছবি:যোগেন শাহ)