আচমকা বড়সড় সিদ্ধান্ত! অবসর নিচ্ছেন পাকিস্তানের তারকা পেসার মহম্মদ আমির

Jul 27, 2019, 11:57 AM IST
1/5

আমিরের অবসর

আমিরের অবসর

আচমকাই অবসরের সিদ্ধান্ত জানিয়ে দিলেন পাকিস্তানের তারকা পেসার মহম্মদ আমির। টেস্ট ক্রিকেটে আর দেখা যাবে না ২৭ বছর বয়সী এই পাক পেসারকে। 

2/5

আমিরের অবসর

আমিরের অবসর

দেশের জার্সিতে ৩৬টি টেস্ট খেলেছেন আমির। পেয়েছেন ১১৯টি উইকেট। টেস্ট ক্রিকেটে যে তিনি ব্যর্থ, এমনটা বলা যাবে না। তা হলে কেন হঠাত অবসরের সিদ্ধান্ত! পাকিস্তান ক্রিকেটে গুঞ্জন চলছে। 

3/5

আমিরের অবসর

আমিরের অবসর

আমির জানিয়েছেন, "দেশের হয়ে প্রতিনিধিত্ব করাটা আমার কাছে স্বপ্নের মতো। ছোট থেকে সেই স্বপ্নটা দেখতাম। টেস্ট ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে সাদা বলের ক্রিকেটে মনোনিবেশ করতে চাই। সামনের বছর টি-২০ বিশ্বকাপে ভাল পারফর্ম করতে চাই।"

4/5

আমিরের অবসর

আমিরের অবসর

সদ্যসমাপ্ত বিশ্বকাপে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ উইকেট পেয়েছেন আমির। তাঁর জায়গায় এবার কে পাকিস্তান পেস অ্যাটাক নেতৃত্ব দেবেন, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। 

5/5

আমিরের অবসর

আমিরের অবসর

সামনেই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ। তার আগে আমিরের টেস্ট থেকে অবসর ভাবিয়ে তুলেছে পাকিস্তানের নির্বাচকদের। কারণ, আমিরকে রেখেই দল সাজিয়েছিল পাকিস্তান। এবার তাঁর মতো সিনিয়র পেসার অবসরের সিদ্ধান্ত নেওয়ায় কাকে দায়িত্ব দেওয়া যেতে পারে, ভেবে সন্দিহান পাক নির্বাচকর মহল।