Bedhadak: করণ জোহরের নতুন নায়িকা সোনম-জাহ্নবীর বোন শানায়া, সঙ্গে দুই নায়ক, রইল তাঁদের পরিচয়

| Mar 03, 2022, 16:24 PM IST
1/9

বেধড়ক

Bedhadak

নিজস্ব প্রতিবেদন: বলিউডে নতুন নায়ক নায়িকা লঞ্চ করতে করণ জোহরের জুরি মেলা ভার। মুক্তি পেতে চলেছে করণের প্রযোজনায় নতুন ছবি বেধড়ক।   

2/9

তিন তারকার জন্ম

Born of 3 Stars

এই ছবির হাত ধরে বলিউডে পা রাখতে চলেছেন শানায়া কাপুর, লক্ষ্য লালওয়ানি ও গুরফতেহ পিরজাদা।   

3/9

ফার্স্টলুক

First Look

বৃহস্পতিবার সেই ছবির ফার্স্টলুক প্রকাশ্যে আনলেন করণ জোহর। এই ছবির পরিচালনা করবেন শশাঙ্ক খৈতান।   

4/9

শানায়া কাপুর

Shanaya Kapoor

আলিয়া থেকে শুরু করে জাহ্নবী, নতুন প্রজন্মের একাধিক নায়ক, নায়িকার সিনে জার্নি শুরু তাঁর হাত ধরেই। এবার সেই তালিকায় নতুন নাম শানায়া কাপুর। সঞ্জয় কাপুরের মেয়ে শানায়া।   

5/9

শানায়া কাপুর

Shanaya Kapoor

সিনে পরিবারের মেয়ে শানায়া এর আগে একটি বিজ্ঞাপনে অভিনয় করেছে। সম্পর্কে শানায়া হলেন সোনম কাপুর ও জাহ্নবী কাপুরের খুড়তুতো বোন।   

6/9

লক্ষ্য লালওয়ানি

Lakshya Lalwani

শানায়ার বিপরীতে দেখা যাবে লক্ষ্যকে। ছোটপর্দার জনপ্রিয় মুখ লক্ষ্য। ২০১৫ সালে অভিনয় জগতে পা রাখেন তিনি।   

7/9

লক্ষ্য লালওয়ানি

Lakshya Lalwani

বেধড়কের পাশাপাশি করণ জোহরের প্রযোজনায় দোস্তানা টু ছবিতেও দেখা যাবে লক্ষ্য লালওয়ানিকে।   

8/9

গুরফতেহ পিরজাদা

Gur Fateh Pirzada

লক্ষ্য ছাড়াও এই ছবির আরেক নায়ক গুরফতেহ পিরজাদা। ২০২০ সালে গিলটি ছবিতে ভিডিও জকি বিজয় প্রতাপ সিংয়ের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।   

9/9

গুরফতেহ পিরজাদা

Gur Fateh Pirzada

এছাড়াও 'হাম ভি একেলে তুম ভি একেলে' ও 'ফ্রেন্ডস ইন ল' ছবিতে অভিনয় করেছিলেন তিনি। তবে তিনটি ছবিই মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্মে। দক্ষিণী অভিনেতা মেহেরিন কৌর পিরজাদার ভাই গুরফতেহ।