প্রয়াত শিল্পীর শেষ ছোঁয়া সঙ্গে নিয়ে কালীঘাটের কুমোর পাড়া থেকে হংকং যাচ্ছেন দেবী দুর্গা!

| Sep 12, 2020, 21:18 PM IST
1/5

হংকং যাচ্ছেন দেবী দুর্গা। কলকাতার কালীঘাটের কুমোর পাড়া থেকে জাহাজে চড়ে ভিন দেশে পাড়ি দিচ্ছে কলকাতার শিল্পীর তৈরি দেবী মূর্তি। অবিশ্বাস্য হলেও সত্যি! জাহাজে চড়ে মা রওনা হচ্ছেন কাল অথবা পরশু। তথ্য ও ছবি: প্রীতম দে।

2/5

এই প্রতিমা তৈরি করতে করতেই মারা যান শিল্পী অরুণ পাল। অরুণবাবু ছিলেন ডায়াবেটিসের রুগী। কাজের মাঝেই হঠাৎ সুগার ফল করে, তারপর শ্বাসকষ্ট। হাসপাতালেই মারা যান প্রতিমা শিল্পী। তথ্য ও ছবি: প্রীতম দে।

3/5

কিন্তু অরুণ বাবুর পরিবার, তাঁর স্ত্রী পিউ পাল এবং তাঁর দুই ছেলে আর তার ফ্যান ক্লাবের সদস্যরা সবাই মিলে ঠিক করেন, শিল্পীর অসমাপ্ত কাজ শেষ করতেই হবে! তথ্য ও ছবি: প্রীতম দে।

4/5

এর পর প্রতিমা তৈরির কাজে হাত লাগান অরুণবাবুর সহধর্মিনী নিজেই। অরুণ বাবু ছবি সামনে রেখেই এগিয়ে চলে কাজ। তথ্য ও ছবি: প্রীতম দে।

5/5

এ বার সম্পূর্ণ হয়েছে প্রতিমা তৈরির কাজ। প্রতিমার সামনেই জ্বলজ্বল করছে অরুণবাবুর ছবি। এখন শুধু অপেক্ষা হংকং যাত্রার। তথ্য ও ছবি: প্রীতম দে।